Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তলব, তলপ Bengali definition (বিরল) [তলোব্‌, তলোপ্‌] (বিশেষ্য) ১ ডেকে পাঠানো; হাজির হবার আদেশ; ডাক; আহ্বান (হয়ত ফৌজ তলব করতে হবে-জগলুল হায়দার আফরিক)। ২ বেতন (এজন্য তলব কিছুই মিলত না-শেখ হবিব)। {(আরবি)তলব}
  • Bengali Word তলবানা Bengali definition [তল্‌বানা] (বিশেষ্য) আদালতে উপস্থিত হবার আদেশ বা সমন; সমন জারি করার খরচা। {(আরবি)তলব}
  • Bengali Word কু - মতলব Bengali definition [কুমত্‌লব] (বিশেষ্য) দুরভিসন্ধি; খারাপ বা অনিষ্টকর মতলব (অসুখের চেয়ে কু-মতলবই অধিক ছিল-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+(আরবি ) মত্‌লব; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word মতলব, মৎলব Bengali definition [মত্‌লব্‌] (বিশেষ্য) ১ ইচ্ছা; অভিসন্ধি; উদ্দেশ্য (দেলের মতলব কহ-সৈয়দ হামজা; মৎলব ছাড়া দুনিয়ার কে কি করিয়া থাকে-ইসমাইল হোসেন শিরাজী)। ২ ফন্দি; কূট কৌশল (মতলব আঁটা, গোপন মৎলব-রবীন্দ্রনাথ ঠাকুর)। মতলববাজ, মতলবি (বিশেষণ) ফন্দিবাজ; কৌশলী; স্বার্থপর (তাঁহার মতলববাজ সহচরবৃন্দ-মাওলানা মুস্তাফিজুর রহমান)। মতলব হাসিল করা, হাসিল হওয়া (ক্রিয়া) গূঢ় উদ্দেশ্য সফল করা; স্বার্থসিদ্ধ হওয়া। {(আরবি) মতলব}
Closing this window will clear all results and return you back to the search section