Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ডর Bengali definition [ডর] (বিশেষ্য) ভয়; ত্রাস; শঙ্কা (না পাই উত্তর কিছু মনে হইল ডর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+ অ= দর> (প্রাকৃত)ডর>}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word ডরা Bengali definition [ডরা] (ক্রিয়া) ১ ভয় পাওয়া; ভীত হওয়া। ডরানো (ক্রিয়া) ১ ভয় করা; ভয় পাওয়া (আমি কি ডরাই সখি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সমীহ করা (ডরিয়ে চলা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ডরন (বিশেষ্য) ভীতি। ডরাঅ ((মধ্যযুগীয় বাংলা)), ডরায় (ক্রিয়া) ভয় পায় (কাহ্ন কাখেন ডরাঅ-বড়ু চণ্ডীদাস)। ডরাও ((মধ্যযুগীয় বাংলা)) (তোক বড় ডরাওঁ-বদচা)। ডরায়িলী ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ভয় পেল (সাসুড়ির বোল সুনি ডরায়িলী রাহী)। ডরানে, ডরানিয়া (বিশেষণ) ১ ভয় পায় এমন; ভয়তরাসে; ভীত। ২ ভয়ঙ্কর। ডরাসি ((ব্রজবুলি)) (ক্রিয়া) ভয় করছ বা করিস (কাহে ডরাসি-বিদ্যাপতি)। {√ডর্‌+আ}
  • Bengali Word করিডর Bengali definition [কোরিডোর] (বিশেষ্য) বারান্দা; দরদালান (করিডরে পর্যন্ত ক্যাম্পকট্‌ পেতে শোবার ব্যবস্থা-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) corridor}
  • Bengali Word গড্ডল, গড্ডর Bengali definition [গড্‌ডল্‌, গড্‌ডর্‌] (বিশেষ্য) ১ ভেড়া। ২ গাড়ল। {গাড়ল>(তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র=ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}
Closing this window will clear all results and return you back to the search section