Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জোর Bengali definition [জোর্‌] (বিশেষ্য) ১ বল; ক্ষমতা; শক্তি। ২ জবরদস্তি; বলপ্রয়োগ (জোর করে নেওয়া)। ৩ উচ্চতা ও তীব্রতা (গলার জোর)। ৪ বীরষ্ঠতা; দৃঢ়তা (চরিত্রের জোর)। ৫ দাবি; অধিকার; স্বত্ব (চোরাই মালে জোর নাই)। ৬ উচ্চারণে স্বরাঘাত (কথা জোর দিয়ে বলা)। ৭ ত্বরিত; দ্রুত (জোর কদম)। ৮ প্রবল। ৯ বিশেষ অনুকূল বা প্রত্যাশার অতিরিক্ত ভালো বা শুভ (জোর বরাত)। □(বিশেষণ) ১ তীব্র; উচ্চ; চড়া (জোর গলা)। ২ কড়া; অনড় বা অনমনীয় (জোর হুকুম)। ৩ খাড়া; জরুরি (জোর তলব)। ৪ প্রবল; বিশেষরূপে বলিষ্ঠ (জোর আন্দোলন)। জোরওয়ার, জোরবার (বিশেষণ) বলশালী; বলবান; বলদৃপ্ত (জোরওয়ার শেষ কই? জেবরার জানোয়ার-কাজী নজরুল ইসলাম)। জোরকলম (বিশেষ্য) শক্তিশালী লেখা। জোরগলায় (বিশেষণ) ১ উচ্চৈঃস্বরে সকলকে শুনিয়ে। ২ প্রবলভাবে; বলিষ্ঠভাবে। জোরজবরদস্তি, জোরজুলুম (বিশেষ্য) ১ অত্যাচার; বলপ্রয়োগ (জোরজবরদস্তী করিয়া কুফল ব্যতীত কোনও সুফল হইবে না-ইসমাইল হোসেন শিরাজী)। ২ নির্বন্ধাতিশয্য। জোরজবরি (বিশেষ্য) অত্যাচার; বলপ্রয়োগ। জোরজারি (বিশেষ্য) বলপ্রয়োগ; জবরদস্তি। জোরতলব (বিশেষ্য) অবিলম্বে হাজির হবার হুকুম বা ডাক। জোরেশোরে (ক্রিয়াবিশেষণ) তুমুলভাবে; তীব্রভাবে (পশু-পাখীদের লড়াই আবার জোরেশোরে বেধে যায়-ফররুখ আহমদ)। জোর যার মুল্লুক তার (বিশেষ্য) যার শক্তি আছে সেই সমস্ত বিষয়ের অধিকারী। জোরসে (ক্রিয়াবিশেষণ) ১ সজোরে; তীব্রভাবে (একদম জোরসে ঠুসি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জোর}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word জোরা Bengali definition [জোরা] (বিশেষ্য) যম (অধিকার এদেশে করিতে নারে জোরা-ঘনরাম চক্রবর্তী; ডাকবি তো জোরার বাড়ী যাবি-দীনবন্ধু মিত্র)। {আমূ.}
  • Bengali Word জোরাজুরি Bengali definition [জোরাজুরি] (বিশেষ্য) ক্রমান্বয়ে বলপ্রয়োগ বা পীড়াপীড়ি। ২ পরস্পরের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ। {জোর+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)জুরি}
  • Bengali Word জোরালো, জোরাল Bengali definition [জোরালো] (বিশেষণ) ১ শক্তিশালী; বলবান। ২ উচ্চ; দৃপ্ত (জোরালো কন্ঠে)। ৩ প্রবল; সুদৃঢ়; জোরদার (জোরালো দাবি)। {জোর + আলো}
  • Bengali Word জোরু Bengali definition জরু
  • Bengali Word কমজোর Bengali definition [কম্‌জোর্‌] (বিশেষণ) দুর্বল; ক্ষীণ; হীনবল (শমসের হ’তে কম&জোর নয় শিরীন জবান, জান তুমি-কাজী নজরুল ইসলাম)। কমজোরি (বিশেষ্য) দুর্বলতা; শক্তিহীনতা। □ (বিশেষণ) কমজোর বিশিষ্ট; অল্পশক্তি; দুর্বল (যিনি আরও কমজোরী তিনি পাঞ্জাবে বদলি হয়েছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) কম্‌জোরী }
Closing this window will clear all results and return you back to the search section