Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জুলজুল Bengali definition [জুল্‌জুল্‌] (অব্যয়) ১ মিটমিট বা ক্ষীণোজ্জ্বল ভাব (জুলজুল করে চেয়ে থাকা)। ২ অল্প অল্প; কিছু প্রকাশ কিছু অপ্রকাশ ভাব (ধান্য শীষ তার করছে বিস্তার, তলিয়ে বন্যায় জাগছে জুলজুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলজ্বল>}
  • Bengali Word জুলজেনা Bengali definition [জুল্‌জেনা] (বিশেষ্য) দুলদুল অশ্বের উপাধিবিশেষ (তাহা দেখি হাসে মনে আলীর কুমার, জুরজেনা টিপিয়া যায় তাহার মাঝার-হেয়াত মাহমুদ)। {(আরবি) যুল্‌জনাহ্‌}
  • Bengali Word জুলফ, জুলফি, জুলপি Bengali definition [জুলফ্‌, জুল্‌ফি, জুলপি] (বিশেষ্য) ১ কানের নিকট গালের কিছুদুর পর্যন্ত যে দাড়ি রাখা হয়। ২ গণ্ডদেশের উপর এলিয়ে পড়া চুল; চূর্ণকুন্তল বা কান ঝাপটা (কালো কস্তুরী জুলফি যে তার-মোহিতলাল মজুমদার)। জুলফি ওয়ালি/ ওয়ালী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চূর্ণ কুন্তলের অধিকারিণী বা কান ঝাপটা ধারিণী (শা’জাদী জুলফওয়ালী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জুল্‌ফ + হি ওয়ালী}
  • Bengali Word জুলফিকার, জুলফেকার Bengali definition [জুল্‌ফিকার্‌, জুলফেকার্‌] (বিশেষ্য) হজরত আলীর তলোয়ার (নাহি সে হজরত আলী জুলফিকার নাহি-কাজী নজরুল ইসলাম; জুলফেকার খাণ্ডা নিল কোমরে বান্দিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি) যুল্‌ফিকার}
  • Bengali Word জুলম Bengali definition জুলুম
  • Bengali Word জুলমাত, জুলমৎ, জূলমাত Bengali definition [জুল্‌মাত্‌, জুলমাত্‌, জুল্‌মাত্‌] (বিশেষ্য) ১ অত্যাচার; উৎপীড়ণ; অবিচার ও তজ্জনিত অনিয়ম উচ্চৃঙ্খলতা (দুনিয়াতে আজ জুলমাৎ ভারী-গোলাম মোস্তফা)। ২ প্রলয় লক্ষণ; ধ্বংসের সূচনা; অশান্তভাব; অন্ধকার (দিনের আকাশে একী জুলমাত মাঝি-ফররুখ আহমদ)। {(আরবি) জুল্‌মত}
  • Bengali Word জুলাই Bengali definition [জুলাই] (বিশেষ্য) ইংরেজি মাসবিশেষ; ইংরেজি বৎসরের সপ্তম মাস (রোমান বীর জুলিয়াস সিজারের স্মারক নাম); আষাঢ় মাসের শেষার্ধ থেকে শ্রাবণ মাসের প্রথমার্ধ পর্যন্ত। {(ইংরেজি) July}
  • Bengali Word জুলাপ Bengali definition জোলাপ
  • Bengali Word জুলি, জুলী, জোলি Bengali definition [জুলি, জুলী, জোলি] (বিশেষ্য) ছোট নালা; লম্বা সরু খাত; জলনালি। {তিব্বতি জুর; (দ্রাবিড়) জোল, জোলি}
  • Bengali Word জুলু Bengali definition [জুলু] (বিশেষ্য) দক্ষিণ আফ্রিকার অধিবাসী জাতি ও তাদের ভাষা। {(ইংরেজি) Zulu}
  • Bengali Word জুলুম, জুলম, জোলম Bengali definition [জুলুম, জুলম্‌, জোলম্‌] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; উৎপীড়ন (জালিমে জুলম কৈলে করিব সবর-সৈয়দ আলাওল)। ২ জবরদস্তি; জোরাজুরি(নিষেধ কোরানে বিধর্মী পরে করিতে কোনো জুলুম-কাজী নজরুল ইসলাম)।(বিশেষ্য) জোর জবরদস্তি ও অত্যাচারে দক্ষ; প্রবল পরাক্রান্ত অত্যাচারী (জমিদারের জুলুম-জবর আমলা নায়েব-সত্যেন্দ্রনাথ দত্ত)। জুলুমবাজ (বিশেষণ) অত্যাচারী; দুর্দান্ত। জুলুমবাজি বি। {(আরবি) জুল্‌ম}
  • Bengali Word জুলুস Bengali definition জলুস
  • Bengali Word শানে-নজুল Bengali definition [শানেনোজুল্‌] (বিশেষ্য) কোরানের সুরা বা আয়াত বা ওহি অবতীর্ণ হওয়ার কারণ (উহার শানে-নুযুল ও খোলাসা বয়ান করলেন-আবুল মনসুর আহমদ)। {(আরবি) শানেনুজুল}
  • Bengali Word মাজুল Bengali definition [মাজুল্‌] (বিশেষণ) কর্মচ্যুত; বরখাস্ত। {(আরবি) মা’জূল}
  • Bengali Word জলুস, জুলুস, জৌলুস, জৌলুশ, জৌলুষ Bengali definition [জোলুশ্‌, জুলুশ্‌, জোউলুশ্‌, জোউলুশ্‌, জোউলুশ্‌] (বিশেষ্য) ১ জেল্লা; চাকচিক্য; উজ্জলতা (তুমি দিনের জুলুস্‌ করিয়া দিয়াছ ম্লান-মোহিতলাল মজুমদার)। ২ জাঁকজমক (যদ্দিন আমি আছি, তদ্দিনেই সার্কাসের জৌলুস-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; সকলেই চায় শক্তির জলুষ দেখিয়ে বাহবা পেতে-মোতাহের হোসেন চৌধুরী)। ৩ উপবেশন। ৪ সিংহাসনে উপবেশন উৎসব। {(আরবি) জলূস্‌}
  • Bengali Word জোলা ১, জোল, জুলি Bengali definition [জোলা, জোল্‌, জুলি] (বিশেষ্য) ছোট খাল; সরু নালা; প্রাণালি। জোলান (বিশেষণ) নিম্নভূমি; যে স্থানে বৎসরের অধিকাংশ সময়ে পানি জমে থাকে (জোলান জমি)। নয়নজুলি (বিশেষ্য) শাখা জলনালা বা খাল; সরু নালি। {(দ্রাবিড়) জোল+(বাংলা) আ, ই; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নাল}
  • Bengali Word জোলাপ, জোলাব, জুলাপ Bengali definition [জোলাপ্‌, জোলাব্‌, জুলাপ্‌] (বিশেষ্য) যে ঔষধে প্রচুর বাহ্য হয়; বিরেচক ঔষধ (ডাক্তারেরা জোলাপ দিয়া পেট পরিষ্কার করিয়া দেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; বহুত জোলাব ও পাওয়াই দিয়ে বোখারকে দফা করে খেচ্‌রি খেলান-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। জোলাপ নেওয়া (ক্রিয়া) বিবেচক ঔষধ ব্যবহার করা। {(আরবি) জুল্লাব; (ফারসি) গুলাব}
  • Bengali Word নজুল, নুযূল Bengali definition [নোজুল্‌, নুজুল্‌] (বিশেষ্য) অবতরণ; নাজিল হওন (নুযূল-ই-কুরআন)। {(আরবি) নুজুল্‌}
  • Bengali Word নয়নজুলি Bengali definition ⇒ নয়নজুলি
  • Bengali Word নয়ানজুলি, নয়ানজুলী, নয়নজুলি Bengali definition [নয়ান্‌জুলি, নয়ান্‌জুলী, নয়োন্‌জুলি] (বিশেষ্য) রাস্তার পাশের সরু নর্দমা বা নালা (একদল রাস্তার পামের নয়ানজুলিতে নেমে গেছে-সৈয়দ মুজতবা আলী; টোপর পানায় ভরল ডোবা নধর লতায় নয়ানজুলী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নত (নিম্ন বা ঢালু অর্থে)+আন>নয়ান+জুলি(জল+ই)}
  • Bengali Word বঞ্জুল Bengali definition [বোন্‌জুল্‌] (বিশেষ্য) ১ অশোক বৃক্ষ বা তার ফুল (চাহিয়া বঞ্জুল বনে কী জানি পড়িবে মনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্থলপদ্ম। ৩ পক্ষীবিশেষ। ৪ বেত; বেতস (নিবাস তব বঞ্জুল মঞ্জুলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্‌+উল(উলচ্‌)}
  • Bengali Word বিজলী, বিজলী, বিজুলি, বিজুলী, বিজুরি, বিজুরী Bengali definition [বিজ্‌লি, বিজ্‌লি, বিজুলি, বিজুলি, বিজুরি, বিজুরি] (বিশেষ্য) ১ বিদ্যুৎ; তড়িৎ; চঞ্চলা; চপলা; সৌদামিনী (থির বিজুরী ঝলসে যেন মনে-মনির)। ২ পুষ্পবিশেষ (আটচালার চারিদিকে বাগান, নানাবিধ রঙ্গবিরঙ্গ ফুলের গাছ…গোলসর্ব বিজলী কড়কের জীবন্ত ফুটন্ত অনন্ত বাহার-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ>(প্রাকৃত) বিজ্জলিয়া>}
  • Bengali Word বিজুরি, বিজুরী, বিজুলি, বিজুলী Bengali definition বিজলি
  • Bengali Word মঞ্জুল, মঞ্জুলা Bengali definition [মোন্‌জুল্‌, মোজন্‌জুলা] (বিশেষণ) সুন্দর; সুদৃশ্য; মনোহর; মধুর; মনোজ্ঞ (কত মঞ্জুল রাগিণী-রবীন্দ্রনাথ ঠাকুর; মঞ্জুলা বিধুর যৌবনকুঞ্জে যেন ও নূপুর বাজে-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) কুঞ্জবন; নিকুঞ্জ (নিবাস তব বঞ্জুল মঞ্জুলে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ সংকলন গ্রন্থ (কাব্য/গল্পমঞ্জুষা)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জু+ল(লচ্‌), +আ(টাপ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section