- Bengali Word জিন্দিগি, জিন্দেগি, জিন্দেগী, জেন্দেগী Bengali definition [জিন্দিগি, জিন্দেগি, জিন্দেগি, জেন্দেগি] (বিশেষ্য) ১ জীবিতকাল; আয়ুষ্কাল (কাটিল জিন্দেগী বৃথাই-কাজী নজরুল ইসলাম)। ২ আয়ু; জীবন; প্রাণ (জেন্দেগী থাকিলে ফের হবে মোলাকাত-সৈয়দ হামজা)। জিন্দিগিভর (ক্রিয়াবিশেষণ) জীবনব্যাপী; আজীবন। জিন্দেগানি, জেন্দাগানি (বিশেষ্য) জীবন; জীবৎকাল; আয়ুষ্কাল। {(ফারসি) জ্বিন্দগী}
Closing this window will clear all results and return you back to the search section