- Bengali Word জামিন, জাবিন Bengali definition [জামিন, জাবিন] (বিশেষ্য) ১ জামানত; প্রতিভূ; অপরের জন্য দায়ী; bail; security (আসামির জামিন নেওয়া যাইতে পারে)। ২ অঙ্গীকার পালন না করলে যে গচ্ছিত টাকা কাটা যায়। জামানি, জামিনী, জাবানি (অদ্র) (বিশেষ্য) জামানত (তাঁহার পাঁচশত টাকার জামিনী হইয়াছে-মীর মশাররফ হোসেন)। (বিশেষ্য) যে অপরের জন্য জামিন হয়; প্রতিভূ। জামিনদারি (বিশেষ্য) জামিন দেওয়া; মুচলেকা দেওয়া। জামিননামা (বিশেষ্য) যে পত্রে জামিন নেওয়া বা দেওয়ার শর্তাদি লেখা থাকে; মুচলেকা। {(আরবি) দামিন}
- Bengali Word এগজামিন, এগজামিনেশন, একজামিন Bengali definition [এগ্জামিন্, এগ্জামিনেশন্, এক্জামিন্] (বিশেষ্য) পরীক্ষা (এগজামিনেশনে দেয় তাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর; নবীন ছাত্র ঝুঁকে আছে একজামিনের পড়ায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। এগজামিন দেওয়া (ক্রিয়া) পরীক্ষা দেওয়া; পরীক্ষিত হওয়া। এগজামিন করা (ক্রিয়া) পরীক্ষা করা; পরীক্ষা গ্রহণ করা। {ইংরেজি examination}
- Bengali Word ফেলজামিন, ফিয়াল জামিন Bengali definition [ফেল্জামিন, ফিয়াল্জামিন] (বিশেষ্য) সচ্চরিত্র থাকার অঙ্গীকারে জামিন। {(আরবি) ফেয়েল দামিন}
- Bengali Word একজামিন , একজ্যামিন , একজামিনেশন Bengali definition ⇒ এগজামিন
Closing this window will clear all results and return you back to the search section