- আজাদি , আযাদি : [আজাদি] (বিশেষ্য) মুক্তি; স্বাধীনতা। {(ফারসি) আজাদী }
- উতার : দাওয়াহ; প্রতিষেধক; পানি পড়া (কিন্তু যত বড় ডাইনীই তুমি হও সাহেবজাদী, এ যাদুর উতার আমি জানি-আবুল মনসুর আহমদ)।
- -জাদ ২, -জাদা : -জাদি,-জাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা (নবাবজাদি)।
- জুলফ, জুলফি, জুলপি : জুলফি ওয়ালি/ ওয়ালী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চূর্ণ কুন্তলের অধিকারিণী বা কান ঝাপটা ধারিণী (শা’জাদী জুলফওয়ালী-কাজী নজরুল ইসলাম)।
- তবক ১ : স্তর; থাক (নামে জিল্কদ রাতের শাজাদী তের তবকের চাঁদ-ফররুখ আহমদ)।
- শাদি, শাদী, সাদি : বিবাহ; পরিণয়; উদ্বাহ (শাহাজাদীর শাদির দিনে নাচে হাজার বাঁদী-সত্যেন্দ্রনাথ দত্ত)।
- বাদশাহ, পাদশাহ : বাদশাহজাদি/বাদশাহজাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাদশার কন্যা; রাজকন্যা।
- শাহ ২, শা ৩ : শাহজাদি, শাহজাদী, শাজাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাদশার কন্যা; রাজকুমারী।
- হারাম : হারামজাদি/জাদী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
- ভয়রোঁ : [ভয়্রোঁ] (বিশেষ্য) ভৈরবী রাগিণী (সানাইয়া ভয়রোঁ বাজায় নিঁদমহলায় জাগল শাহজাদী-কাজী নজরুল ইসলাম)।
Closing this window will clear all results and return you back to the search section