Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জরু, জরূ, জোরু Bengali definition [জোরু] (বিশেষ্য) পত্নী; স্ত্রী (দেশে এক কালে তাহার জরু গরু জমিজেরাত সবই ছিল-রাজশেখর বসু (পরশু))। জরুজাত, জরূজাত (বিশেষ্য) সন্তান; পুত্রকন্যা (জরূজাত যত আর ভাই বেরাদর।। ঈমান আনিল তার তামাম লস্কর-সৈয়দ হামজা)। {(হিন্দি) জোরূ (জোড়া)}
  • Bengali Word জরুর Bengali definition [জোরুর্‌] (ক্রিয়াবিশেষণ) অবশ্য; আলবত; নিশ্চিতরূপে। জরুরত, জরুরিয়ত (বিশেষ্য) প্রয়োজন, আবশ্যক, দরকার। জরুরি, জরুরী (বিশেষণ) ১ অত্যন্ত দরকারি, বিশেষ প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ (জরুরি কথা)। ২ আশু প্রয়োজনীয়; urgent (জরুরী তলব, জরুরি তার)। ৩ সংকটময়; emergent (জরুরি অবস্থা)। {(আরবি) দরূর্‌}
  • Bengali Word জড়ুল, জড়ুর (বিরল), জরুড় (বিরল) Bengali definition [জোড়ুল্‌, জোড়ুর্‌, জোরুড়্‌] (বিশেষ্য) জন্মদাগ; দেহে তিল অপেক্ষা বৃহৎ চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) জট+(বাংলা) উল=জটুল>}
  • Bengali Word বুজরুক Bengali definition [বুজ্‌রুক্‌] (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) অলৌকিক বা দৈবশক্তির ভানকারী; পাণ্ডিত্যের ভান করে এমন; কুটিল (প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন-রাজশেখর বসু (পরশু))। ২ প্রতারক; ঠক। বুজরুকি, বুজরুড়ি, বুজরুকী (বিশেষ্য) ১ পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; চালিয়াতি; ছলনা; ভান (ঐন্দ্রজালিক শক্তির বুজরুকী-আঁখা)। ২ প্রতারণা। {(ফারসি) বুজুর্গ}
Closing this window will clear all results and return you back to the search section