Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জবান, যবান Bengali definition [জবান্‌] (বিশেষ্য) ১ ভাষা; বুলি (সেই সমুদ্রই আরবী জবানে রুপান্তরিত হয়ে সুমাত্রা হয়েছে-প্রাচৌ; মাওলানা উর্দু যবানও আয়ত্ত করিয়াছিলেন-আবুল মনসুর আহমদ)।২ জিহবা; রসনা (জবান দেখি যে বড় বে-দুরস্ত-মোহিতলাল মজুমদার)। ৩ কথা; প্রতিশ্রুতি (সঠিক জবান যার-ফররুখ আহমদ)। ৪ উচ্চারণ; বাক্‌ (তোমারদিগের জবান দোরস্ত নহে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। ৫ বাণী; বাক্য (তাই বুঝি মহেশ আজ এমন জবান চালিয়ে গেল-সরদার জয়েনউদ্দীন)। জবান ছাড়া ক্রি, (বিশেষণ) মুখ খোলা বা স্পষ্ট কথা বলা (জবান যা কিছু ছাড়তে হয় স্বদেশের নিরাপদ সীমানার মধ্যে ফিরে এসে-মনোজ বসু)। জবানবন্দি, জবানবন্দী, জোবানবন্দী (বিশেষ্য) ১ সাক্ষ্য; আদালতে হাকিমের সামনে হলফকরার পর যা বলা হয় (নাজির দপ্তর লোকে ভরিয়া গেল-জবানবন্দিনবিস হন্‌হন্‌ করিয়া জবানবন্দি লিখিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); আমি ইহার জোবানবন্দী করাইতে পারিব না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ যে উক্তি কাগজে লেখা হয়েছে; written deposition। ৩ কোনো তদন্তকারী কর্মচারীর নিকট প্রদত্ত বিবরণ। জবানবন্দিনবিশ (বিশেষ্য) সাক্ষ্য লেখক (নাজির দপ্তর লোকে ভরিয়া গেল জবানবন্দিনবিস হনহন করিয়া জবানবন্দি লিখিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। জবানি, জবানী (বিশেষ্য) উক্তি; বচন; মুখের ভাষা (মীনার জবানি শুনে; মাহাপরী বুঝে মনে তকসির করিল মাফ তার-সৈয়দ হামজা)। □ বিন বাচনিক; মৌখিক। □ (ক্রিয়াবিশেষণ) প্রমুখাৎ; মুখে (চাকরের জবানি জানা গেল)। {(ফারসি) জ্ববান}
  • Bengali Word শিরিনজবান, শিরীনজবান Bengali definition [শিরিন্‌জবান্‌] (বিশেষ্য) সুভাষণ; মিষ্টি ভাষণ (শমসের হতে কমজোর নয় শিরিন জবান জান তুমি-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) মিষ্টভাষী। {(ফারসি) শীরীন+ (ফারসি) জুবান}
  • Bengali Word মেজবান, মেজমান Bengali definition [মেজ্‌বান্‌, মেজ্‌মান্‌] (বিশেষ্য) আপ্যায়ক; অতিথি সৎকারকারী; host। মেজবানি (বিশেষ্য) আতিথেয়তা; মেহমানদারি; অতিথির জন্য ভোজের ব্যবস্থা। {(ফারসি) মেজবান}
Closing this window will clear all results and return you back to the search section