Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জন্য, জন্যে Bengali definition [জোন্‌নো, জোন্‌নে] (অব্যয়) ১ নিমিত্ত; হেতু; কারণে। ২ নিবন্ধন; দরুন; ফলে (রোগ-ভোগের জন্য দুর্বল)। ৩ উদ্দেশ্য; প্রয়োজন। ⧠ (বিশেষণ) ১ জাত; জনিত; সম্ভুত; উৎপাদিত। ২ উৎপাদক। জন্য জনক সন্বন্ধ (বিশেষণ) যা জন্মায় ও যা জন্মে তাদের মধ্যে যে সম্পর্ক বা সেরূপ সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+য(যৎ)}
  • Bengali Word অসৌজন্য Bengali definition [অশোউজোন্‌নো] (বিশেষ্য) ১ অভদ্রতা; অশিষ্টতা; অশিষ্টাচার। ২ শালীনতার অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সৌজন্য; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তজ্জন্য Bengali definition [তজ্‌জোন্‌নো] (অব্যয়) সে কারণে; সেহেতু; সেজন্য। {(তৎসম বা সংস্কৃত) তৎ+জন্য}তজ্জনিত; সে হেতু। {(তৎসম বা সংস্কৃত) তৎ+জাত}
  • Bengali Word পাঞ্চজন্য Bengali definition [পান্‌চজোন্‌নো] (বিশেষ্য) শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। ‘পঞ্চজন’ নামের দৈত্যের অস্থি দিয়ে নির্মিত বলে এ শঙ্খের নাম পাঞ্চজন্য। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চজন+অ(ঞ্য)}
  • Bengali Word এজন্য, এজন্যে Bengali definition [এজোন্‌নো, এজোন্‌নে] (অব্যয়) এ কারণে; এই হেতু। {এ+জন্য, জন্যে; সংস্কৃত জন্‌>জন্য}
  • Bengali Word দৌর্জন্য Bengali definition [দোউর্‌জোন্‌নো] (বিশেষ্য) দুর্ব্যবহার; দুর্জনের আচরণ। বিপরীতার্থক শব্দ সৌজন্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্জন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word পর্জন্য, পর্জ্জন্য Bengali definition [পর্‌জোন্‌নো] (বিশেষ্য) ১ গর্জনকারী জলবর্ষী মেঘ। ২ ইন্দ্র (পর্জন্যের চলে শূন্য রথ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √পয্‌+অন্য}
  • Bengali Word রাজন্য Bengali definition [রাজোন্‌নো] (বিশেষ্য) ১ সামন্ত রাজা; করদ রাজা। ২ রাজবংশীয় লোক। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+য(যৎ)}
  • Bengali Word রাজন্যক Bengali definition [রজোন্‌নোক্‌] (বিশেষ্য) রাজন্যগণ; রাজন্যবর্গ; নৃপতিগণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্য+অক(বুঞ্‌)}
  • Bengali Word সৌজন্য Bengali definition [শোউজোন্‌নো] (বিশেষ্য) সুজনের ভাব বা আচরণ; ভদ্রতা; সুজনতা; শরাফত; মার্জিত ব্যবহার; শিষ্টাচার (আমি তোমার সৌজন্য ও সুশীলতা দর্শনে পরম পরিতোষপ্রাপ্ত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। সৌজন্য-চর্চিত (বিশেষণ) মধুর ব্যবহারের সঙ্গে; মার্জিত ব্যবহারসহ (মনোমুগ্ধকর সৌজন্য-চর্চিত আদানে প্রদানে-হাসান হাফিজুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) সুজন+য(ষ্যঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section