Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word চুলা, চুলো, চুল্লি Bengali definition [চুলা, চুলো, চুল্‌লি] (বিশেষ্য) ১ উনান; আখা। ২ হিন্দুদের শবদাহের জন্য ব্যবহৃত চিতা; শ্মশানচুল্লি। চুলা জ্বালানো, চুলা ধরানো (ক্রিয়া) উনানে বা চিতায় আগুন দিয়ে জ্বালানো। চুলায় যাওয়া, চুলার দোরে যাওয়া (ক্রিয়া) ১ মরা। ২ গোল্লায় বা উচ্ছন্নে যাওয়া (গালি বিশেষ)। চুলায় যাক (অব্যয়) ধ্বংস হোক; মরুক; উচ্ছন্নে বা গোল্লায় যাক। {(তৎসম বা সংস্কৃত) চুল্লি}
  • Bengali Word পরচুল, পরচুলা Bengali definition [পর্‌চুল, পর্‌চুলা] (বিশেষ্য) কৃত্রিম কেশ (যাহার সুন্দর কেশপাশ আছে সে আর পরচুলা ব্যবহার করে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {পর+চুল+আ}
Closing this window will clear all results and return you back to the search section