- Bengali Word চাপ ১ Bengali definition [চাপ্] (বিশেষ্য) ১ ধনুক; ধনু। ২ (জ্যামিতি) বৃত্তের পরিধির যে কোনো অংশ; arc । {(তৎসম বা সংস্কৃত)√চপ্+অ(অণ্)}
- Bengali Word চাপ ২ Bengali definition [চাপ্] (বিশেষ্য) ১ বার; বোঝা। ২ পেষণ; পীড়ন (পদ চাপ)। ৩ প্রেসার; pressure; প্রেষ (রক্ত চাপ)। ৪ পীড়াপীড়ি; নির্বন্ধতিশয্য; পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে রাজি করানো)। ৫ জমাট বস্তু; চাঙ্গড় (রক্তের চাপ, মাটির চাপ)। □(বিশেষণ) ঘন; জমাট (চাপ দাড়ি, চাপ বুনট)। চাপদাড়ি, চাঁপদাড়ি (বিশেষ্য) সমস্ত চিবুক ও চোয়াল জোড়া দাড়ি; ঘন শ্মশ্রু (চাঁপদাড়িতে সুসজ্জিত-বিদ্যাপতি)। {(ফারসি) চাপীদন}
- Bengali Word চাপকান Bengali definition [চাপ্কান্] (বিশেষ্য) কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা জামাবিশেষ (চোগা চাপকান টুপীর আশ্রয় লন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) চপ্ক্ন}
- Bengali Word চাপটি, চাপটী, চাপটালি Bengali definition [চাপ্টি, চাপ্টি, চাপ্টালি] (বিশেষ্য) উবু হয়ে পা মুড়ে আসনে উপবেশন (চাপটি খেয়ে বসে ঘাসের উপর গাছের ছায়া দেখে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {চাপ২+টি}
- Bengali Word চাপড়, চাপট Bengali definition [চাপোড়্, চাপোট্] (বিশেষ্য) চড়; থাপ্পর; করতল দ্বারা আঘাত (বুকে পৃষ্ঠে মারে দেবী বজ্র চাপড়-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) চর্পট>(প্রাকৃত) চপ্পড়>}
- Bengali Word চাপড়া, চাবড়া Bengali definition [চাপ্ড়া, চাপ্ড়া] (বিশেষ্য) চাপ বাঁধা খণ্ড বা দলা বা চাঙড় (মাটির চাপড়া)। {চাপ২+ড়া}
- Bengali Word চাপড়ানো Bengali definition [চাপ্ড়ানো] (ক্রিয়া) থাপ্পর বা চাপড় মারা বা মারতে থাকা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। কপাল চাপড়ানো (ক্রিয়া) দুর্ভাগ্যের জন্য কপালে করাঘাত করা; মন্দভাগ্যের বা ক্ষতির জন্য আফসোস করা। বুক চাপড়ানো (ক্রিয়া) শোক হেতু বুকে চাপড় মারা। {(তৎসম বা সংস্কৃত) চপট>(বাংলা) চাপড়+আনো}
- Bengali Word চাপড়ি Bengali definition [চাপ্ড়ি] (বিশেষ্য) চাপটা (আটার চাপড়ি-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {চাপ২+ড়ি}
- Bengali Word চাপদাড়ি Bengali definition ⇒ চাপ২
- Bengali Word চাপদার Bengali definition [চাপ্দার] (বিশেষ্য) ধনুর্ধর; তীরন্দাজ (আসাবরদার ও চাপদার-শিপাহিরা সমস্ত ডাণ্ডাইল-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) চাপ+(ফারসি) দার}
- Bengali Word চাপন Bengali definition [চাপোন্] (বিশেষ্য) ১ পীড়ন; চাপ প্রদান; ভারার্পণ (নানা মতের চাপনে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ টিপন। ৩ আরোহন। ৪ আক্রমণ (গজবর চাপনে পড়িলে মশানে, পদাতিক লাখে লাখ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। { চাপ২+অন; (ফারসি) চাপীদন্}
- Bengali Word চাপড়া ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চাপ্ড়া] (বিশেষ্য) ছাপরা ঘর; খোলায় ছাওয়া ঘর (চাপরা এড়িয়ে পাইলা এ খাট বিছান-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) খর্পর}
- Bengali Word চাপরাস, চাপরাশ Bengali definition [চাপ্রাশ্] (বিশেষ্য) ১ পদজ্ঞাপক চিহ্ন; তকমা। ২ ভৃত্যদের দ্বারা ধারণীয় পরিচয় অঙ্কিত ধাতুফলক; badge (একটা, ভাল বয় রাখিবেন তার চাপরাস চাই-মাহবুব-উল-আলম)। চাপরাসি, চাপরাশি (বিশেষ্য) পেয়াদা; আরদালি; পিয়ন; বেয়ারার {তৎক্ষণাৎ চাপরাশিকে আদেশ করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) চপরাস }
- Bengali Word চাপল্য, চাপল Bengali definition [চাপোল্লো, চাপোল্] (বিশেষ্য) ১ চাঞ্চল্য; চপলতা। ২ প্রগল্ভতা; বাকচাতুরী। ৩ অস্থিরতা; ছটফটানি। ৪ ঔদ্ধত্য; ধৃষ্টতা। ৫ অবিমৃষ্যকারিতা; হঠকারিতা। {(তৎসম বা সংস্কৃত) চপল+য(ষ্যঞ্)=চাপল্য; (তৎসম বা সংস্কৃত) চপল+অ(অণ্)}
- Bengali Word চাপা Bengali definition [চাপা] (ক্রিয়া) ১ চাপ দেওয়া; ভার রাখা; ভর দেওয়া (কাঁধে চাপা)। ২ ঠাসা; গাদা (চেপে ভরা)। ৩ টেপা বা পেষা (পায়ে চেপে মারা)। ৪ ঢাকা; লুকানো; গোপন করা (দুঃখ চাপা)। ৫ জোড়া; ব্যাপ্ত করা; বিস্তৃত হওয়া বা ছাওয়া (পঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা-কৃত্তিবাস ওঝা)। ৬ আরোহন করা (গাড়িতে চাপা)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ অনতিস্ফুট; অনুচ্চ ও অর্থময়; গোপন ব্যঞ্জনাপূর্ণ (আমায় দেখে চাপা হাসি হাসলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অব্যক্ত; অস্পষ্ট (চাপা কান্না)। ৩ অবরুদ্ধ; বদ্ধ (চাপা গলা)। ৪ আচ্ছাদিত; আবৃত (ধামা চাপা)। ৫ সংকীর্ণ (চাপা গলা)। ৬ গুপ্তভাবে প্রবাহিত; অলক্ষ্যে সঞ্চরমান (চাপা অসন্তোষ, চাপা আক্রোশ)। ৭ চ্যাপটা; বসা; টোল খাওয়া (পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিৎ চাপা)। ৮ অব্যক্ত; রুদ্ধ; অপ্রকাশিত (চাপা বেদনা)। ৯ আপন অনুভূতি বা সংবাদ প্রকাশ করে না এমন (চাপা লোক)। চাপাচাপি (বিশেষ্য) ১ পীড়াপীড়ি; বারংবার অনুরোধ। ২ ঢাকাঢাকি; গোপনতা; লুকোচুরি। ৩ ঠাসাঠাসি; ঘেঁষাঘেষি। চাপাচুপি (বিশেষ্য) ১ ঢাকাঢুকি; আবরণ; গোন করবার বিবিধ চেষ্টা (চাপাচুপি দিয়ে রাখা)। ২ পুরু আস্তরণে আচ্ছাদন বা উত্তমরূপে আবৃতকরণ। চাপা দেওয়া (ক্রিয়া) ১ আচ্ছাদিত করা; আবৃত করা। ২ গোপন করা; লুকানো। চাপা পড়া (ক্রিয়া) ১ ঢেকে যাওয়া; আবৃত হওয়া; দৃষ্টির আড়ালে পড়ে যাওয়া (নানান কাগজপত্রে চাপা পড়া)। ২ বিস্মৃত হওয়া; স্মরণাতীত হওয়া; অনুল্লেখ্য হওয়া (কথা চাপা পড়া)। ৩ পিষ্ট বা প্রোথিত হওয়া (গাড়ি চাপা পড়া, মাটি চাপা পড়া)। ৪ নিবৃত্ত হওয়া; ক্ষান্ত বা স্থগিত হওয়া (কৌতুহল চাপা পাড়)। চাপাবাজি (বিশেষ্য) মিথ্যা উক্তি দ্বারা প্রবঞ্চনা। চেপে/চাপিয়া বসা (ক্রিয়া) ১ ঠেসে বসা। ২ বহুক্ষণের জন্য বাস। ৩ জুড়ে বা এঁটে বসা; না উঠবার মতলবে বসা। ৪ পুরাদস্তুর অধিকার বা আয়ত্ত করা। চেপে যাওয়া (ক্রিয়া) গোপন করে যাওয়া। ঘাড়ে চাপা (ক্রিয়া) গলগ্রহ হওয়া। {√চাপ্+(বাংলা)আ}
- Bengali Word চাপাটি, চাপাতি Bengali definition [চাপাটি, চাপাতি] (বিশেষ্য) ১ হাতে চাপড়িয়ে তৈরি রুটি (কাঠের কয়লায় চুলা জ্বালাইয়া শাশুড়ি বউ রোজ চা ও চাপাতি তৈরি করিতে বসিয়া যায়-বেগম শামসুন্নাহার মাহমুদ)। ২ এক প্রকার বড় দাও; কাটারি। {(তৎসম বা সংস্কৃত) চপটী>; (ফারসি) চপাতী}
- Bengali Word চাপান ১ Bengali definition [চাপান্] (বিশেষ্য) ১ প্রশ্ন সমাধানের ভার অর্পণ; কবিগান তরজা প্রভৃতির লাড়াইয়ে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা প্রদান করে। ২ যা চাপিয়ে দেওয়া হয়েছে বা হয়। {√চাপা+অন}
- Bengali Word চাপানো, চাপান ২ Bengali definition [চাপানো] (ক্রিয়া) ১ বোঝাই বা পূর্ণ করা (গাধার পিঠে বা গাড়িতে চাপানো)। ২ স্থাপন করা (মাথায় চাপানো)। ৩ আরোন করা; নিক্ষেপ করা; অর্পণ করা (কলঙ্ক চাপানো)। ৪ এক ধারে সরানো (গাড়ি চাপানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√চাপা+আনো}
- Bengali Word চাপিল Bengali definition [চাপিল্] (বিশেষণ) চাপা; সংকীর্ণ পরিসর (ঘরখানা প্রস্থে একেবারে চাপিল)। {চাপ+আল>}
- Bengali Word ইন্দ্রচাপ, ইন্দ্রধনু Bengali definition [ইন্দ্রোচাপ্, ইন্দ্রোধোনু] (বিশেষ্য) রামধনু; রংধনু (ইন্দ্রচাপ রূপধার, মেঘরাজ ধ্বজোপরি, শোভিতেছে কামকেতু-খচিত রতনে-মাইকেল মধুসূদন দত্ত; ভাবের ইন্দ্রধনু ওঠে মোর সপ্ত আকাশে ঘেরি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ইন্দ্র+চাপ; ধনু; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word খাঞ্চাপোশ Bengali definition [খান্চাপোশ্] (বিশেষ্য) খাঞ্চা ঢাকার গিলাফ (খাঞ্চাপোশের প্রান্তে লালগোলাব-ফররুখ আহমদ)। {(ফারসি) খাঞ্চা+(ফারসি) পোম}
- Bengali Word চৌচাপট, চৌচাপড় Bengali definition [চোউচাপট্, চোউচাপড়্] (বিশেষ্য) ১ চারদিকের স্থান; চতুর্দিকের প্রস্থ বা বিস্তার। ২ সমচতুর্ভুজ। চৌচাপটে, চৌচাপড়ে (ক্রিয়াবিশেষণ) চুটিয়ে, যথাযথভাবে; সর্বতোভাবে; পূর্ণ মাত্রায় (চৌচাপটে কাজ সেরে ফেলা)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ(>চৌ)+(তৎসম বা সংস্কৃত) √চর্প (বিস্তারে)+ট; (তুলনীয়) (হিন্দি) চৌচাপড়}
- Bengali Word ছেমোচাপা (আঞ্চলিক) Bengali definition [ছেমোচাপা] (বিশেষণ) ভূতে পাওয়া; ভয়ে অভিভূত; থমথমে (ঐ দেখ ছেমোচাপা ছমছমে আসে রাজা-গিরিশ চন্দ্র সেন)। {(বাংলা) ছম+উয়া=ছেমো+চাপা}
Closing this window will clear all results and return you back to the search section