- Bengali Word চাকরি, চাকরী, চাকুরী Bengali definition [চাক্রি, চাক্রি, চাকুরি] (বিশেষ্য) ১ নির্দিষ্ট বেতনের বিনিময়ে অপরের কাজ করা বা কারো অধীনে ক্রিয়া সম্পাদন। ২ দাসত্ব। ৩ অপরের সেবা বা পরিচর্যা (যত অবলা কুমারী অনুক্ষণ এ সকলে করএ চাকরি-সৈয়দ সুলতান)। চাকরি-বাকরি (বিশেষ্য) চাকরি বা ঐ ধরনের জীবিকা; কাজকর্ম; জীবিকার সংস্থান। {(ফারসি) চাকরী}
Closing this window will clear all results and return you back to the search section