- Bengali Word চশম ১, চসম ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চশোম্] (বিশেষ্য) চক্ষু; আঁখি (বুড়া বিবি আসিয়াছে না দেখে চসমে-বিজয় গুপ্ত)। চসমখোর (বিশেষণ) নির্লজ্জ; চক্ষুলজ্জাহীন; বেহায়া; চোখের চামড়া নেই এমন (কুচক্রী চসমখোর-ঘনরাম চক্রবর্তী)। {(ফারসি) চশ্ম}
- Bengali Word চশম ২ Bengali definition [চশোম্] (বিশেষ্য) রেশমি মোটা সুতাবিশেষ-এই সুতায় ঘুনসি ইত্যাদি হয়। {(ফারসি) চশ্ম (?)}
- Bengali Word চশমা ১ Bengali definition [চশ্মা] (বিশেষ্য) ১ উপনেত্র। ২ দৃষ্টিশক্তির সাহায্যকারী কাচ। {(ফারসি) চশ্মাহ}
- Bengali Word চশমা ২ , চশ্মা Bengali definition [চশ্মা] (বিশেষ্য) উৎস; ঝরনা; প্রস্রবণ (মেখ ফরীদের চশমা)। {(ফারসি) চশ্মাহ্}
Closing this window will clear all results and return you back to the search section