Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গুলজার, গুলযার, গোলজার Bengali definition [গুল্‌জার্‌, গুলযার, গোলজার] (বিশেষণ) ১ জাঁকজমকপূর্ণ (তুর্ক তোরণে নহবৎ বাজে গুলজার গুলশান-শাহাদাত হোসেন)। ২ জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ; জমজমা (কলিকাতা ক্রমে ক্রমে শহর হইয়া গুলজার হইতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ জমজমাট (আসর গুলজার)। □ (বিশেষ্য ) (মূল অর্থ) ফুলের বাগান। {(ফারসি) গুলজার }
Closing this window will clear all results and return you back to the search section