- Bengali Word গাং, গাঙ, গাঙ্গ ১, গাঙিনী Bengali definition [গাঙ্, গাঙ, গাঙ্গ্, গাঙিনি] (বিশেষ্য) নদী; তটিনী (জীবনের মরা গাঙে আনো আজি নবীন জোয়ার-আজহারুল ইসলাম; শূন্য যখন গাঙিনীর তীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। গাংচিল ( বিশেষ্য) নদী পুকুর ইত্যাদির উপরে বিচরণকারী চিলবিশেষ। গাংদাড়া (বিশেষ্য) বকঠুটো মাছ; কাখিলা মাছ; লম্বা ঠোঁটবিশিষ্ট মৎস্যবিশেষ। গাংশালিক (বিশেষ্য) নদী-তীরবাসী শালিক পাখি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা>}
Closing this window will clear all results and return you back to the search section