Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গতি Bengali definition [গোতি] (বিশেষ্য) ১ গমন। ২ বেগ; চলন (দ্রুতগতি)। ৩ উপায় (অন্যগতি নাই)। ৪ সহায়; আশ্রয় (আল্লাহর রহমই আমার গতি)। ৫ পরিণাম; শেষ অবস্থা; মৃত্যুর পরবর্তী অবস্থা (স্বর্গ-গতি)। ৬ উদ্ধারের উপায়; ত্রাণের পথ (বিপন্নের কোনো গতি করতেই হবে)। ৭ অন্ত্যেষ্টিক্রিয়া; সৎকার; শবসৎকার (মড়ার গতি করা)। ৮ গন্তব্যস্থল (জীবনের গতির সমাপ্তি মৃত্যু)। ৯ অবস্থা; দশা (সুগতি, দুর্গতি)। ১০ ধরন-ধারন; হাবভাব; চালচলন; গতিক (আকাশের গতি ভালো নয়)। গতি দায়িনী ( বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মোক্ষদাত্রী; মুক্তিদানকারিণী। গতিদীর্ণ (বিশেষণ) লোকের যাতায়াতের ফলে ভাঙা ও ফাটা (রেশমি রুমাল উড়ে গতিদীর্ণ পথে-সাহ)। গতি পরিপন্থী (বিশেষ্য) গতির পরিপন্থী; অন্তরায়; বাধা (উভয় সঙ্কট স্বভাবতই গতিপরিপন্থী- সুধীন্দ্রনাথ দত্ত)। গতি বিজ্ঞান, গতিবিদ্যা (বিশেষ্য) গতি বা বেগবিষয়ক বিজ্ঞান বা শাস্ত্র; kinetics; dynamics। গতিভঙ্গ (বিশেষ্য) ১ চলতে চলতে বাধাপ্রাপ্ত হয়ে থেমে যাওয়া বা থেমে দাঁড়ানো; গতিকার্যে প্রতিবন্ধক; গতির বিঘ্ন। ২ অর্ধপথে বিরতি বা বিরাম। গতিরোধ (বিশেষ্য) ১ পথরোধ। ২ গমনে প্রতিবন্ধক; যাত্রায় বিঘ্ন। গতিশক্তি (বিশেষ্য) ১ চলনশক্তি। ২ চলনজনিত শক্তি (কোন বস্তুর গতির ফলে যে শক্তি সৃষ্টি হয় তাহাকে গতিশক্তি বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+তি(ক্তি)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word গতিক Bengali definition [গোতিক্‌] (বিশেষ্য) ১ অবস্থা; হাল; দশা (মনের এ ভাব-গতিকের রীতিমত কারণও খুঁজে পাচ্ছিনে-(কাজী নজরুল ইসলাম))। ২ কৌশল (কোন গতিকে এখান থেকে বেরুতে পারলে হয়)। ৩ লক্ষণ (পাহাড় দেশের মেঘ ভালো হওয়ার গতিক বুঝে ....-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ধরন; ভঙ্গি; রকম (মায়ের ভাবগতিক দেখে নির্মলা হেসে ফেলে বললে-প্রেমেন্দ্র মিত্র)। কার্যগতিকে (ক্রিয়াবিশেষণ) কাজের তাগিদে; প্রয়োজনে; দরকারে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি+(বাংলা) ক}
  • Bengali Word গতিক্রিয়া Bengali definition [গোতিক্‌ক্রিয়া] (বিশেষ্য) অত্যন্ত বিলম্বে কার্যকরণ; দীর্ঘসূত্রতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি+ক্রিয়া}
  • Bengali Word গতিদায়িনী, গতিদীর্ণ, গতিপরিপন্থী, গতিবিজ্ঞান, গতিবিদ্যা Bengali definition গতি
  • Bengali Word গতিবিধি Bengali definition [গোতিবিধি] (বিশেষ্য) ১ চালচলন; কার্যকলাপ (শত্রুর গতিবিধি)। ২ যাতায়াত; যাওয়া আসা। ৩ মুক্তির উপায় বা পথ (রহমান, তুমি করো গতিবিধি)। {গতি+বিধি; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word গতিভঙ্গ, গতিরোধ, গতিশক্তি Bengali definition গতি
  • Bengali Word অগতি Bengali definition [অগোতি] (বিশেষ্য) ১ অবলম্বনহীন, নিরাশ্রয় বা নিরুপায় লোক (অগতির গতি)। ২ অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হওয়ার অভাব (অগতিতে সমাহিত)। ৩ দুর্গতি; বিপদ।  (বিশেষণ) গতিহীন। অগতিক (বিশেষণ) অসুবিধাজনক; বেগতিক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + গতি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সংগতি, সঙ্গতি Bengali definition [শঙ্‌গোতি] (বিশেষ্য) ১ সংস্থান; সঞ্চয়; অর্থ সম্পদ (তাহার নিজের হাতে অল্প কিছু সংগতি ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নৈকট্য; সাহচর্য (জিবরিলে বলিলা এহি মৃত্যু অধিপতি আল্লাহ হুকুমে আইলা আমার সঙ্গতি-সৈয়দ সুলতান)। ৩ মিলন। ৪ মিল; সামঞ্জস্য (নয়নে নয়নে সঙ্গতি হইলে তৎক্ষণাৎ মুখ ফিরাইয়া লয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ ব্যবস্থা; উপায় (এখানে অন্যবিধ শয্যার সঙ্গতি নাই-বিদ্যাপতি)। ৬ যোগ্যতা; ক্ষমতা। সংগতিপন্ন, সংগতিশালী, সংগতিসম্পন্ন (বিশেষণ) ধনবান; অর্থবান (এক্ষণে আমি বিলক্ষণ সঙ্গতিপন্ন এবং সর্বত্র মান্য ‍ও গণ্য হইয়াছি-বিদ্যাপতি)। সংগতিশূন্য, সংগতিহীন (বিশেষণ) দরিদ্র; সম্বলহীন; অভাবগ্রস্ত (একদা যে সঙ্গতিপন্ন ছিল আজ সে সংগতিহীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গম্‌+তি(ক্তি)}
Closing this window will clear all results and return you back to the search section