Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খোশ, খুশ Bengali definition [খোশ্‌, খুশ] (বিশেষণ) ১ আনন্দিত; সন্তুষ্ট। ২ মজাদার; আমোদপূর্ণ (খোশগল্প; মেতেছে মাতাল খোশ্‌গানে- মোম)। ৩ প্রীতিকর; আনন্দজনক। ৪ ভালো; শুভ। ৫ সু; সুন্দর। ৬ স্বেচ্ছাকৃত বা স্বেচ্ছাপ্রণোদিত; আপন ইচ্ছা বা বাসনা মতো। ৭ সৎ; উত্তম। □ (বিশেষ্য) সন্তোষ; প্রীতি (তোমার সহিত বাতচিত করিতে বহুত খোস- প্যামি)। খোশ আখলাক (বিশেষ্য) ১ সুস্বভাব; উত্তমচরিত্র (বিশেষ আপনার খোশ্‌ আখ্‌লাকেই মুগ্ধ-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষণ) শিষ্টচারী; সৎস্বভাব। খোশ আমদেদ (বিশেষ্য) সাদর অভ্যর্থনা; স্বাগতম (সমাগত মেহমানদের খোশ আমদেদ জানাই)। খোশ এলহান, খোশই এলাহান, খোশ ই ইলহান (বিশেষ্য) সুকণ্ঠ; সুস্বর; সুমধুর সুর (তাঁর খোশ এলাহান মাতাইত প্রাণ-(কাজী নজরুল ইসলাম))। খোশ কবালা (বিশেষ্য) স্বেচ্ছাকৃত সম্পূর্ণ স্বত্বের বিক্রয়পত্র; স্বেচ্ছা-প্রণোদিত বিক্রয়পত্র। খোশকেতা (বিশেষ্য) সুদর্শন; সুঠাম। খোশখত (বিশেষ্য) ১ সুন্দর হস্তাক্ষর। ২ আনন্দের চিঠি (তুমি আমার এই খুশখতের পিওন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ ( বিশেষণ) ১ প্রখর (খুড়র মত খুশখৎ বুদ্ধি প্রায় দেখিতে পাওয়া যায় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ যার হস্তাক্ষর সুন্দর। খোশ খবর (বিশেষ্য) সুসংবাদ; শুভ সংবাদ (খোশখবর দিয়ে বেড়ায় চপল রায় ... -(কাজী নজরুল ইসলাম))। খোশ খেয়াল (বিশেষ্য) খামখেয়াল; যেরূপ ইচ্ছা; মর্জি (প্রভুদিগের খোশ খেয়ালের সমর্থন বা রাজনৈতিক স্বার্থোদ্ধারের নিমিত্ত ....-মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। খোশ-খেয়ালি (বিশেষণ) খামখেয়ালি (পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। খোশ খোরাক (বিশেষ্য) শৌখিন আহার; উত্তম খাবার। খোশ-খোরাকি, খোশ-খোরাকী (বিশেষণ) ১ শৌখিন আহারে অভ্যস্ত। ২ ভোজনবিলাসী। খোশ গল্প (বিশেষ্য) ১ আমোদজনক গল্প-গুজব। ২ মজার কাহিনী। খোশ চোহারা (বিশেষ্য) সুদর্শন; সুরূপ; সুশ্রী। খোশ নবিস, খোশ নবিশ, খোশ নবীস (বিশেষ্য) ১ যার হাতের লেখা সুন্দর; সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি। ২ উপাধি বিশেষ। খোশ নসিব, খোশ নসীব (বিশেষণ) সৌভাগ্যবান (আয় খেয়ালী খোশ-নসীব-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষ্য) সৌভাগ্য (এ কি খোশনসীব- নই)। খোশ-নসিবি বি। খোশ নাম (বিশেষ্য ) সুনাম; সুখ্যাতি (অপরিমিত দানের জন্য তাঁর দেশযোড়া খোশনাম ছিল-শেখ ফজলল করিম)। খোশনামি, খোশনামী (বিশেষ্য) সুখ্যাতি; প্রশংসা (আপন লোক বলে খোসনামির ধুয়া ধরেছে....-মীর মশাররফ হোসেন)। খোশ নিয়ত (বিশেষ্য) শুভাকাঙ্ক্ষী; সদভিপ্রায়- বিশিষ্ট। খোশ নিয়তি বি। খোশ পোশাক (বিশেষ্য) উত্তম বেশভূষা; শৌখিন পোশাক। খোশ পোশাকি (বিশেষণ) ১ পোশাকবিলাসী; বেশবিন্যাসে শৌখিন (প্যোলানাথ বাবু শৌখিন ও খোশ-পোষাকীর হদ্দ-কালীপসন্ন সিংহ)। ২ সুবেশ। খোশবাস (বিশেষণ) স্থায়ী বসিন্দা নয়; খুশিমতো চলিয়া যাইতে পারে এমন। খোশবু, খোশবো (বিশেষ্য) সুগন্ধ (তীব্র মিঠে খোশবো তাহার উঠবে আমার ছাপিয়ে গোর- নই; রাতের শিউলি যখন খোশবু ছড়ায়- জাআ)। খোশ বুদার (বিশেষণ) সুগন্ধযুক্ত; সৌরভময়। খোশ মেজাজ, খোশ মিযাজ (বিশেষণ) প্রফুল্ল বা প্রসন্নচিত্ত। □ (বিশেষ্য) প্রফুল্লতা; হাসিখুশিভাব (আমরা সকলেই ছহি ছালামতে, খোশ মেজাজে ....বাঁচিয়া আছি- শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। খোশ রং (বিশেষ্য) শোভন বা সুন্দর রং। খোশ রোজ, খোশ রোয (বিশেষ্য) ১ খুশির দিন; আনন্দের দিন। ২ নওরোজ; New Year’s Day; নববর্ষারম্ভের উৎসব (হেন খুশরোজে দিল আফরোজ দেখেনি কখনও কেহ-জগলুল হায়দার আফরিক)। খোশ হাল (বিশেষ্য) উত্তম অবস্থা বা বহাল তবিয়ত (দিব্যি আছিস খোশ্‌হালে-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষণ) সচ্ছল। {(ফারসি) খুশ}
  • Bengali Word খোশামোদ, খোসামোদ, খুশামোদ Bengali definition [খোশামোদ্‌, খোসামোদ, খুশামোদ] (বিশেষ্য) ১ চাটুকারিতা; তোষামোদ; স্তুতি (বড় মানুষের খোসামোদ করাও বড় দায় -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। খোশামুদি, খোশামোদি, খোসামোদি, খোসামুদি, খুশামুদী (বিশেষ্য) স্তুতি; তোষামোদ; স্তাবকতা (অন্য লোকের খোসামোদি করিতে হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খোশামুদে, খোসামুদে (বিশেষণ) ১ চাটুকার; মোসাহেব; স্তাবক। খোশামোদ করা (ক্রিয়া) ১ তোষামোদ করা। ২ অনুনয় বিনয় করা। {(ফারসি) খুশামদ}
  • Bengali Word খোশাল Bengali definition খোসাল
  • Bengali Word খোসাল, খোশাল, খোশহাল, খুশহাল Bengali definition [খোশাল্‌, খোশাল, খোশ্‌হাল্‌, খুশহাল] (বিশেষণ) ১ আনন্দিত; হৃষ্ট (মদ দেখে বীর কালু পরম খোসাল ....-ঘনরাম চক্রবর্তী)। ২ বহাল তবিয়ত (দিব্যি আছিস খোশহালে-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুশ্‌ +(আরবি) হাল}
  • Bengali Word দেলখোশ, দেলখোস, দেলগির, দেলবন্দ Bengali definition ⇒ দিল
  • Bengali Word নাখোশ, নাখুশ Bengali definition [নাখোশ্‌, নাখুশ্‌] (বিশেষণ) অসন্তুষ্ট; অপ্রসন্ন; রুষ্ট (তার প্রতি নাখোশ হবেন না)। {(ফারসি) নাখুশ্‌}
  • Bengali Word মুখোশ, মুখোস Bengali definition [মুখোশ্‌] (বিশেষ্য) ১ মুখাবরণ; নকল মুখ; কৃত্রিম মুখ; musk (কতমতো পরিয়া মুখোস মাগিছ সবার পরিতোষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) কপটতা। মুখোশ খোলা (ক্রিয়া) (আলঙ্কারিক) স্বরূপ প্রকাশ করা; প্রকৃত রূপ প্রকাশিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) মুখ+কোষ>}
Closing this window will clear all results and return you back to the search section