Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খুবসুরত, খাবসুরত Bengali definition [খুব্‌সুরত্‌, খাব্‌সুরত্‌] (বিশেষণ) ১ অত্যন্ত সুন্দর বা সুন্দরী; সুরূপ বা সুরূপা; সুদর্শন বা সুদর্শনা (অমন খুবসুরৎ মেয়ে দুনিয়ায় কম জন্মায়-শওকত ওসমান)। ২ সুশ্রী (কিন্তু এ কর্মে একটুখানি খাবসুরত হতে হয়- সৈয়দ মুজতবা আলী)। খুবসুরতি (বিশেষ্য) রূপশ্রী; সৌন্দর্য (খোপসুরতি দেখে বেটার ধর্মজ্ঞান লোপ পেয়েছে ..... -প্রথম চৌধুরী)। {(ফারসি) (আরবি) সূরত}
Closing this window will clear all results and return you back to the search section