Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খুব Bengali definition [খুব্‌] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ অত্যন্ত; অতিশয় (খুব সুন্দর)। ২ যিথোচিত; যথোপযুক্ত (খুব সময়ে এসে পড়েছে যা হোক; মেরেছে-খুব করেছে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ বেশ; ভালো; উত্তম; চমৎকার, যথেষ্ট (খুব হয়েছে)। ২ নিশ্চয়; অবশ্য; নিঃসন্দেহে (খুব পারবে)। ৩ অত্যন্ত বেশি (খুব খায়)। ৪ আচ্ছা রকম; বেশ ভালোমতো (কাগজ-ওয়ালারা খুব ঠুকেছে)। □ (অব্যয়) প্রশংসাসূচক ধ্বনি; অতি উত্তম (খুব-বহুত খুব)। খুব করা (ক্রিয়া) বেশ করা; যথাযোগ্য কর্ম করা। খুব করে ধরা (ক্রিয়া) অনুনয় বিনয় করে বলা; নাছোড় হয়ে মিনতি করা। খুব করে বলা (ক্রিয়া) ১ বিশেষ অনুরোধ করা। □ (বিশেষণ) মনের ক্ষোভ মিটিয়ে কথা শুনিয়ে দেওয়া। খুব সে (ক্রিয়াবিশেষণ) ভালোরূপে; আচ্ছামতো; বেশ করে (সুর বেঁধে বীণ সারেঙ্গীতে খুবসে শিরীন শরাব পিয়ো-( কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুব}
  • Bengali Word খুবরি, খুবরী Bengali definition খুপরি
  • Bengali Word খুবলানো, খোবলানো Bengali definition [খুব্‌লানো, খোব্‌লানো] (ক্রিয়া) খাবলিয়ে নেওয়া (আয় দিই চোখ দুটো খুবলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবল>+ (বাংলা) আনো}
  • Bengali Word খুবসুরত, খাবসুরত Bengali definition [খুব্‌সুরত্‌, খাব্‌সুরত্‌] (বিশেষণ) ১ অত্যন্ত সুন্দর বা সুন্দরী; সুরূপ বা সুরূপা; সুদর্শন বা সুদর্শনা (অমন খুবসুরৎ মেয়ে দুনিয়ায় কম জন্মায়-শওকত ওসমান)। ২ সুশ্রী (কিন্তু এ কর্মে একটুখানি খাবসুরত হতে হয়- সৈয়দ মুজতবা আলী)। খুবসুরতি (বিশেষ্য) রূপশ্রী; সৌন্দর্য (খোপসুরতি দেখে বেটার ধর্মজ্ঞান লোপ পেয়েছে ..... -প্রথম চৌধুরী)। {(ফারসি) (আরবি) সূরত}
  • Bengali Word খুবানি, খোবানি Bengali definition [খুবানি, খোবানি] (বিশেষ্য) এক জাতীয় ফল; apricot (বাদাম খুবানি বনে কেটেছে তোমার দিন-ফররুখ আহমদ)। {(ফারসি) খুবানী}
  • Bengali Word খুবি ১, খুবী Bengali definition [খুবি] (বিশেষ্য) ১ মঙ্গল; কল্যাণ; ভালাই (হানিফা কহেন যদি মেরা খুবী চাও-সৈয়দ হামজা)। ২ সৌন্দর্য; শোভা (কাজের খুবি)। {(ফারসি) খূবী}
  • Bengali Word খুবি ২ Bengali definition [খুবি] (বিশেষ্য) বীজ বপন করার জন্য ছোট ছোট গর্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ্‌+ (বাংলা) ই}
  • Bengali Word খুবী Bengali definition খুবি১
  • Bengali Word খুপরি, খুবরি Bengali definition [খুপ্‌রি, খুব্‌রি] (বিশেষ্য) ১ খোপের মতো ঘর (মাথায় ভাবনা নিয়ে খুপরিতে আছি শুয়ে-শারা)। ২ খোপ; ছোট তাক; কুলুঙ্গি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ্‌> খোপ বা কুপ>খুপ্‌+ (বাংলা) রি}
Closing this window will clear all results and return you back to the search section