- Bengali Word খালু Bengali definition [খালু] (বিশেষ্য) খালার স্বামী; মেসো। {(আরবি) খাল}
- Bengali Word খালুই, খালই, খলই Bengali definition [খালুই, খালোই, খলোই] (বিশেষ্য) বাঁশ দ্বারা নির্মত মাছ বা তরিতরকারি প্রভৃতি বহন করবার খাড়া ঝুড়িবিশেষ (কুকুরটাকে ... মাছের খালুই মুখে করে আনতে ..... শিখিয়ে ..... -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আঞ্চলিক}
- Bengali Word শাঁখআলু, শাঁকআলু, শাঁকালু, শাঁখালু Bengali definition [শাঁখ্আলু, শাক্আলু, শাঁকালু, শাঁখালু] (বিশেষ্য) শাঁখার আকৃতি বিশিষ্ট একপ্রকার ভক্ষ্য কন্দ। {(তৎসম বা সংস্কৃত) শঙ্খ>+আলু}
- Bengali Word ভুখালু Bengali definition [ভুখালু] (বিশেষণ) ক্ষুধার্ত (যদি সে ভুখালু হয় তথাপি না কায়-সৈয়দ আলাওল)। {ভুখ+আলু}
Closing this window will clear all results and return you back to the search section