Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খারাপ, খারাব Bengali definition [খারাপ্‌, খারাব্‌] (বিশেষণ) ১ মন্দ; নষ্ট; দুষ্ট; বদ (মুই তোমাকে খাবার করলাম-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ অশুভ; মন্দ (বদনসিবের বরাত খারাপ-(কাজী নজরুল ইসলাম))। ৩ অশ্লীল; অভদ্র; গর্হিত (খারাপ কথা)। ৪ অকেজো; অব্যবহার্য (খারাপ ঘড়ি)। ৫ পয়মাল; বরবাদ; অপচিত (অনেক শরাব খাবার হল অনেক সাকীর ভাঙলো বুক-(কাজী নজরুল ইসলাম))। ৬ বিকৃত; বিনষ্ট (তরকারিটা খারাপ হয়ে গেছে)। ৭ রুক্ষ; উগ্র (খারাপ মেজাজ)। ৮ দুশ্চিকিৎসা ও সংক্রামক; কঠিন (খারাপ রোগ)। ৯ বিমর্ষ; নিরুৎসাহ; দুঃখিত (মন খারাপ)। ১০ অনুদার; সংকীর্ণ (খারাপ মন)। ১১ দূষিত; ক্লেদাক্ত; কলুষিত (এই পুকুরের পানি খারাপ, খারাপ চরিত্র)। ১২ শ্রীহীন; লাবণ্যশূন্য; সৌন্দর্যহীন (খারাপ চেহারা)। ১৩ অননুকূল; প্রতিকূল (সময় খারাপ)। ১৪ দুর্দশাগ্রস্ত; দুঃস্থ (খারাপ অবস্থা)। ১৫ খেলো; সস্তা; অপকৃষ্ট (কাপড়ের জমিনটা খারাপ। ১৬ অপরিষ্কার; নোংরা। ১৭ অসুস্থ। ১৮ বিকারযুক্ত; অপ্রকৃতিস্থ (মাথা খারাপ)। ১৯ ভেজালমিশ্রিত; অবিশুদ্ধ (খারাপ ঘি)। ২০ অসৎ; সমাজের অননুমোদিত বা নিষিদ্ধ (খারাপ পথ)। □ (বিশেষ্য) কু; অসারল্য; কুটিলতা (মনের মধ্যেই খারাপ)। খারাপ নজর (বিশেষ্য) ১ ভূতপ্রেত জিনপরীর দৃষ্টি, জিনপরীর প্রভাব বা ভূতপ্রেতের ভর বা অধিষ্ঠান (ছেলেটার উপর খারাপ নজর পড়েছে)। ২ লোভী; বিদ্বেষী বা দুষ্ট লোকের কুদৃষ্টি (দুষ্ট লোকের খারাপ নজর লেগে তার অমন সুন্দর স্বাস্থ্যবান শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে)। পেট খারাপ করা (ক্রিয়া) উদরাময় হওয়া; অজীর্ণ হওয়া। মুখ খারাপ করা (ক্রিয়া) অশ্লীল কথা বলা; কটুবাক্য ব্যবহার করা। {(আরবি) খরাব}
  • Bengali Word খানে খারাব, খানে খারাপ Bengali definition [খানেখারাব্‌, খারাবপ্‌] (বিশেষণ) ১ ধ্বংস; নিপাত; উৎসন্ন। ২ একশেষ; নাকাল; হয়রান (খানার পোশাকের কায়দা-কানুন কস্ত করতে নাস্তানাবুদ খানে খারাপ হতে হয়-প্রথম চৌধুরী)। খানে খারাবি, খানে খারাপি (বিশেষ্য)। খানে খারাবে, খানে খারাপে (বিশেষণ) সর্বনেশে। {(ফারসি) খান-ই + (আরবি) খরাব}
  • Bengali Word খারাবি, খারাবী, খারাপি Bengali definition [খারাবি, খারাবী, খারাপি] (বিশেষ্য) ১ ক্ষতি; অনিষ্ট; অহিত (হত লাখো খারাবী তার শারাব নিয়ে নিরবধি-(কাজী নজরুল ইসলাম))। ২ অপচয় (জিনিসের খারাবি)। ৩ সর্বনাশ; চরম দুর্দশা বা দুরবস্থা। ৪ বদমায়েশি। খুনখারাবি (বিশেষ্য) ১ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার মতো মারামারি; দাঙ্গা-হাঙ্গামা। ২ গাঢ় লাল রং। {(আরবি) খরাবী}
Closing this window will clear all results and return you back to the search section