- Bengali Word খানা ১ Bengali definition [খান্] (বিশেষ্য) স্থান (এখানে সেখানে)। খানে খানে (ক্রিয়া) (বিশেষণ) স্থানে স্থানে; বিভিন্ন স্থানে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্থান>থান (আদ্যবর্ণলোপে)>খান (থ>খ)}
- Bengali Word খানা ১ Bengali definition [খানা] (বিশেষ্য) গর্ত; গহ্বর; খাই; খাত (খোঁড়ার পা খানায় পড়ে)। {(পর্তুগিজ) cana}
- Bengali Word খানা ২ Bengali definition [খানা] (বিশেষ্য) গৃহ; স্থান; কক্ষ (গরিবখানা)। খানাতল্লাশ, খানাতল্লাশি (বিশেষ্য) গৃহে অনুসন্ধান; বাসস্থানে বিশেষ অনুসন্ধান, search। খানাপুরী (বিশেষ্য) ১ ঘরকাটা কাগজের বিভিন্ন ঘরে প্রজার জমি ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করণ। ২ ফর্মের ঘর পূরণ। খানা বাড়ি (বিশেষ্য) ১ বসতবাড়ি। ২ জমিদার বাড়ির ভৃত্যাদির বাড়ি ও জমি। খানা শুমারি (বিশেষ্য) ১ বাড়ি-গণনা। ২ আদমশুমারি; census। {(ফারসি) খানাহ্}
- Bengali Word খানা ৩ Bengali definition [খানা] (বিশেষ্য) খাদ্য; আহার্য (আজ কিরূপ খানা প্রস্তুত করিতে হইবে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মুসলমানি বা বিলাতি ধরনের খাদ্য (সাহেবের মেজের সজ্জা এবং খানা ও টিফিন খাওয়া দেখিয়া .... -ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। ৩ বৃহৎ ভোজ (হাজার লোকের খানা করা হইয়াছিল)। খানাঘর (বিশেষ্য) খাওয়ার ঘর; ভোজন কক্ষ; dining-hall বা room (খানাঘরে গিয়ে ফরমায়েস করি ভাত খাওয়াতে হবে কিন্তু-মনোজ বসু)। খানাদানা, খানাপিনা (বিশেষ্য) পান-ভোজন, খাওয়া-দাওয়া (খানাদানা না হলে বাড়ী সরগরম হয় না-মোঃ ওয়ালিউল্লাহ; সাত রোজ মোর ঘরে খানাপিনা নাই- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(হিন্দী) খানা}
- Bengali Word খানা, খানি Bengali definition [খানা, খানি] (অব্যয়) ১ খান; খণ্ড; টুকরা। ২ বস্তু বা বিষয় নির্দেশক (কাপড়খানা, গাড়িখানা)। ৩ সংখ্যা পরিমাণ; সংখ্যা মাত্র (দুইখানা বই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>}
- Bengali Word খানাখন্দ Bengali definition [খানাখন্দো] (বিশেষ্য) গর্ত; খাদ; ডোবা (খানাখন্দ ভরাট করছে- মব)। খানাখন্দল (বিশেষ্য) গর্তাদি। {(পর্তুগিজ) cana+ (আরবি) খন্দক}
- Bengali Word খানাজাদ Bengali definition ⇒ খানেজাদ
- Bengali Word খানাপুরী Bengali definition ⇒ খানা২
- Bengali Word আজব - ঘর , আজবখানা , আজায়েবখানা Bengali definition [আজব্ ঘর্, আজবখানা, আজয়েব্খানা] (বিশেষ্য) যাদুঘর; প্রত্নশালা; museum।
- Bengali Word কারখানা Bengali definition [কার্খানা] ১ (বিশেষ্য) কর্মশালা; যে স্থানে শিল্পদ্রব্য প্রস্তুত হয়; factory। ২ খণ্ড; বিরাট ব্যাপার (দেখে জাতি ছত্রিশ ছত্রিশ কারখানা-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) কারখানাহ }
- Bengali Word খান ২, খানা Bengali definition [খান্, খানা] (বিশেষণ) ১ টুকরা; খণ্ড (একখানা কাপড়; একখানা দিলে -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংখ্যা (তিনখান কাপড়)। খানখান (অব্যয়) টুকরা টুকরা; খণ্ড খণ্ড (পেয়ালাটা ভাঙিয়া খান খান হইল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>}
- Bengali Word দস্তরখান, দস্তরখানা Bengali definition [দস্তোরখান্, দস্তোরখানা] (বিশেষ্য) যে বস্ত্রখণ্ড বিছিয়ে তার উপর খাওয়া হয় (সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) দস্তরখান}
- Bengali Word তহখানা, তয়খানা, তায়খানা Bengali definition [তহ্খানা, তয়্খানা, তায়্খানা] (বিশেষ্য) মাটির নিচের ঘর; ভূগর্ভিস্থিত কক্ষ (বালাখানায় ও তহখানায় লোক পরিপূর্ণ-রামরাম বসু)। {(ফারসি) তহখানহ}
- Bengali Word তায়খানা Bengali definition ⇒ তহখানা
- Bengali Word লঙ্গরখানা, লঙগরখানা Bengali definition [লঙ্গর্খানা] (বিশেষ্য) ১ অন্নসত্র; গরিব লোকদের যেখানে বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয় (এই মহানুভব শাসকের লংগরখানা থেকে...খাদ্য পেতেন-মুঃ আবদুর রাজ্জাক)। ২ সাধারণের রান্নাঘর; gruel kitchen। {(ফারসি) লঙ্গরখানা}
- Bengali Word হাফারখানা Bengali definition [হাফার্খানা] (বিশেষ্য) নহবৎখাতা (রসুন-চকী বাজায়ে তারা হাফারখানা ঘরে-ময়মনসিংহ গীতিকা)।{অজ্ঞাতমূল}
- Bengali Word আজায়েব , আজায়েবখানা Bengali definition ⇒ আজব
- Bengali Word খানখানান Bengali definition [খান্খানান্] (বিশেষ্য) ১ উচ্চ উপাধিবিশেষ। ২ মহাসম্মানিত; সম্মানিতদের ভিতরে শ্রেষ্ঠ (সিপাহ্সালার খানখানান মহব্বৎ জং -রাজশেখর বসু (পরশু))। {(ফরাসি) খান খানান}
- Bengali Word খানেজাদ, খানাজাদ Bengali definition [খানেজাদ, খানাজাদ] (বিশেষণ) ১ গৃহে জাত; বাড়িতে জন্মগ্রহণ করেছে এরূপ (আমি আপনার খানেজাদ গোলাম- মীর মশাররফ হোসেন)। ২ ঘরোয়া। □ (বিশেষ্য) বান্দা; ভৃত্য; চাকর-নফর; বান্দির বাচ্চা (আলাওল মল্ল ঢালী চেলা খানেজাদ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) খানহ্জাদ}
- Bengali Word গরিবখানা Bengali definition [গোরিব্খানা] (বিশেষ্য) ১ দরিদ্রের কুটির। ২ আপন গৃহ সম্পর্কে বিনয় ও সৌজন্যসূচক উল্লেখ। {(আরবি) গরীব + খানাহ (ফারসি)}
- Bengali Word দপ্তর, দপ্তরখানা, দপ্তরি, দপ্তরী Bengali definition ⇒ দফতর
- Bengali Word তয়খানা Bengali definition ⇒ তহখানা
- Bengali Word নহবত, নহবতখানা Bengali definition ⇒ নওবত
- Bengali Word নাকড়া, নাকড়াখানা, নাকরা, নাকরাখানা Bengali definition ⇒ নাকারা
- Bengali Word পায়খানা, পাইখানা Bengali definition [পায়্খানা, পাইখানা] (বিশেষ্য) ১ মলত্যাগের স্থান (পায়খানায় যাওয়া)। ২ মলত্যাগ (পায়খানা করা)। {(ফারসি) পায়েখানাহ্ }
Closing this window will clear all results and return you back to the search section