Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খাক ১ Bengali definition [খাক্‌] (বিশেষ্য) ১ মাটি; মৃত্তিকা (ভেঙে ফেলো, আজ খাকের মমতা-ফররুখ আহমদ)। ২ ছাই; ভস্ম (সে জ্বলিয়া পুড়িয়া খাক হইতেছে-মীর মশাররফ হোসেন)। ৩ ধুলা-বালি; ধুলামাটি (তাহাদেরি সেই খাকেতে খালেদ করিয়া তয়ম্মুম বাহিরিয়া এস-(কাজী নজরুল ইসলাম))। ৪ ধ্বংস; ভস্মাবশেষ (নীলকর বেটাদের জুলুমে মুলুক খাক হইয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। খাক হওয়া (ক্রিয়া) মাটি হওয়া; ভস্ম হওয়া; পুড়ে যাওয়া; ধ্বংস হওয়া (খাকী রঙে খাক হ’ল দুই আঁখি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খাক্‌}
  • Bengali Word খাক ২ Bengali definition খাগ
  • Bengali Word খাকছার, খাকসার Bengali definition [খাক্‌ছার, খাকসার] (বিশেষ্য) ১ ধুলামাটি তুল্য দীন সেবক (এরাই মানবজাতির খাদেম, ইহারাই খাকসার-(কাজী নজরুল ইসলাম))। ২ আল্লামা মাশরেকি কর্তৃক প্রবর্তিত মুসলিম রাজনৈতিক দলবিশেষ। □ (বিশেষ্য), (বিশেষণ) অকিঞ্চন; অধম; বিনয়াবনত। {(ফারসি) খাকসার}
  • Bengali Word খাকড়ানো, খাঁকড়ানো Bengali definition [খাক্‌ড়ানো, খাঁকড়ানো] (ক্রিয়া) ১ ঝিনুক দিয়ে কড়কড় বা খড় খড় করে দুধের বা তরকারির হাঁড়ি চাঁছা। ২ ইঙ্গিতপূর্ণ কণ্ঠধ্বনি করা। {খাঁকার+আনো}
  • Bengali Word খাকড়ি, খাঁকড়ি Bengali definition [খাক্‌ড়ি, খাঁকাড়ি] (বিশেষ্য) হাঁড়িতে লেগে থাকা দুধ ইত্যাদির প্রায় পুড়ে যাওয়া অংশ; দুধের চাঁচি। {(ফারসি) থাক্‌+ (বাংলা) ড়ি}
  • Bengali Word খাকতি, খাক্তি Bengali definition [খাক্‌তি] (বিশেষ্য) ন্যূনতা; অভাব; ঘাটতি (ঘরে কি আমাদের টাকার খাক্‌তি পড়েছে?-কাজী আফসারউদ্দীন)। {খাঁকতি>}
  • Bengali Word খাকদর-খাক Bengali definition [খাক্‌দর্‌খাক্‌] ১ (বিশেষণ) অতি বিনীত; তুচ্ছাতিতুচ্ছ। {(ফারসি) খাকদর-খাক}
  • Bengali Word খাকসার Bengali definition খাকছার
  • Bengali Word খাকান Bengali definition [খাকান্‌] (বিশেষ্য) সম্রাট। {(তুলনীয়) খাকান}
  • Bengali Word খাকার Bengali definition খাঁকার
  • Bengali Word খাকি ১, খাকী Bengali definition [খাকি] (বিশেষণ) ঘোর বাদামি রঙের; মেটে রঙের; পাংশু বর্ণ; কপিশ বর্ণ। □ (বিশেষ্য) ১ খাকি রঙের জামা; সামরিক পোশাক বিশেষ (বুকের খাকী কখনও ভীত-সংকোচে আন্দোলিত হতে থাকে-(কাজী নজরুল ইসলাম))। ২ মাটি থেকে প্রস্তুত অর্থাৎ মানুষ (নুরীই হউক; খাকীই হউক সবারি ভাই এক স্বভাব-গোলাম মোস্তফা)। {(ফারসি) খাকী}
  • Bengali Word খাকি ১, খাগি Bengali definition [খাকি, খাগি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (মেয়েলি ভাষায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে গালিরূপে ব্যবহৃত) খাদিকা; ভক্ষণকারিণী (চোখখাকি)। গতরখাকি (বিশেষ্য) ১ অত্যন্ত অলস নারী। ২ দেহের অসুস্থতায় নড়াচড়া করতে অক্ষম স্ত্রীলোক। ৩ গালিবিশেষ। চোখখাকি (বিশেষণ) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চোখ খেয়েছে এমন; দৃষ্টিহীনা। নিখাকি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কিছু খায় না এমন। ভাতারখাকি (বিশেষণ) পতিহন্ত্রী; স্বামীর মৃত্যুর জন্য দায়ী; ভর্ৎসনাবিশেষ। খেকো, খেগো (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদিকা>খাইকা>খাকি}
  • Bengali Word খাকিনী Bengali definition [খাকিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ভক্ষণকারিণী। ২ ((আলঙ্কারিক)) যে সমস্ত বস্তুকে ধুলায় পরিণত করে অর্থাৎ মাটি করে এমন; সর্বগ্রাসিনী (পাপিনী খাকিনী কাকে দয়া নাহি করে-কাজী দৌলত)। {(ফারসি) খাক+(বাংলা) (স্ত্রীলিঙ্গ) ইনী}
  • Bengali Word খাকী Bengali definition খাকি
  • Bengali Word খাক্তি Bengali definition খাকতি
  • Bengali Word খাঁকার, খাঁকারি, খাঁখার, খাকার Bengali definition [খাঁকার, খাঁকারি, খাঁখার্‌, খাকার] (বিশেষ্য) ১ গলা ঝাড়ার শব্দ; কৃত্রিম কাশি; নিজের আগমন বা অস্তিত্ব জানানোর জন্য শব্দ করা (সাধুর বেটী পাড়া পড়শী জাগাইল তিন কাঁকার গলা শানাইয়া; মায়ের দুয়ারে গিয়া ধাক্কা দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কলঙ্ক; দুর্নাম; অখ্যাতি (রাজবংশে রাখিলেক কুলের খাঁকার-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঝঙ্কার>; (হিন্দী) খাঁখার>}
  • Bengali Word খাগ, খাক ২ Bengali definition [খাগ্‌, খাক্‌] (বিশেষ্য) ১ নল; খাগ; শর (খাগের কলম বাগিয়ে হাতে-সত্যেন্দ্রনাথ দত্ত; তাহাদের খাকের কলম-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ খাগের কলম; নল-খাগড়ার কলম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়্‌গ>খগ্‌গ>খাগ (খাড়্‌গাকৃতি অর্থে)}
  • Bengali Word নিখাকি, নিখাউন্তি Bengali definition [নিখাকি, নিখাউন্‌তি] (বিশেষণ) কম খায় বা কিছুই খায় না এমন (স্ত্রীলোক)। □ (বিশেষ্য) অনাহারী বা অল্পহারী স্ত্রীলোক। নিখেকো, নিখাউন্তে (পুংলিঙ্গ)। {নি+খাকি}
Closing this window will clear all results and return you back to the search section