- Bengali Word কড়ে , কড়িয়া Bengali definition [কোড়ে, কোড়িয়া] (বিশেষণ) কনিষ্ঠ; ক্ষুদ্র (কড়ে আঙ্গুল)। কড়েরাঁড়ি (বিশেষ্য) বাল্যবিধবা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনিষ্ঠ; বাংলা কড়িয়া> কড়ে; তুর. ( হিন্দী) কন্ঠে}
- Bengali Word কড়কড়া ১ , কড়কড়ি , কড়কড়িয়া , কড়কড়ে Bengali definition [কড়্কড়া, কড়্কোড়ি, কড়্কোরিয়া, কড়্কোড়ে] (বিশেষণ) ১ যে ভক্ষ্যে চর্বণে কড়কড় শব্দ উৎপন্ন হয়। ২ বাসি শুষ্ক অন্ন (শীতবসন্তের পাত আলূণ আতেল কড়কড়া ভাত-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কড়কড়ে ১ Bengali definition ⇒ কড়কড়া১
- Bengali Word কড়কড়ে ২ Bengali definition [কড়কোড়ে] (বিশেষণ) খরস্রোত (আমরা একটি কড়কড়ে পানিতে পড়িলাম; স্টীমার কোনমতে আর অগ্রসর হয় না-রাজনারায়ণ বসু)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word নিকড়ে, নিকড়িয়া Bengali definition [নিকোড়ে, নিকোড়িয়া] (বিশেষণ) অর্থশূন্য; কপর্দকশূন্য; নির্ধন; দরিদ্র (নিকড়িয়া ছুটির অজস্রতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {নি+কাড়ি+ইয়া>}
- Bengali Word নেকড়ে Bengali definition [নেকড়ে] (বিশেষ্য) বৃক; কুকুর জাতীয় হিংস্র পশু; wolf। {(তৎসম বা সংস্কৃত) বৃক>; (তুলনীয়) (হিন্দি) লকড়া}
Closing this window will clear all results and return you back to the search section