Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কেল্লা, কিল্লা Bengali definition [কেল্‌লা, কিল্‌লা] (বিশেষ্য) দুর্গ; সেনানিবাস; গড় (বড় উচা এক কেল্লা দেখিবারে পায়-সৈয়দ হামজা)। কেল্লাদার দুর্গরক্ষক; কেল্লার ভারপ্রাপ্ত সেনানায়ক। ২ দুর্গশাসক। কেল্লাফতে (বিশেষ্য) ১ দুর্গজয়। ২ ((আলঙ্কারিক)) সিদ্ধিলাভ; বাজিমাত। কেল্লাফতে করা, কেল্লামাত করা, কেল্লামারা (ক্রিয়া) ১ দুর্গ জয় করা। ২ ( (আলঙ্কারিক)) কঠিন কাজে সফলকাম হওয়া; উদ্দেশ্য সিদ্ধ হওয়া; কাজ হাসিল করা। {(আরবি) কিল’আ }
  • Bengali Word কিল্লা , কেল্লা Bengali definition [কিল্‌লা, কেল্‌লা] (বিশেষ্য) দুর্গা; fort । কেল্লা ফতে (বিশেষণ) উদ্দেশ্য সিদ্ধ হয়েছে এমন (কিল্লা ফতে কইর‌্যা দীনের নাম বাঁচাও-রওশন ইজদানী)। {(আরবি) কিলআই ফাতহা্‌}
Closing this window will clear all results and return you back to the search section