Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কেতা ১, কিতা ১ Bengali definition [কেতা, কিতা] (বিশেষ্য) খন্ড; টুকরা; ভাগ (এই দরখাস্তের এক কেতা অবিকল নকল- দীনবন্ধু মিত্র; এক কিতা জমি)। {(আরবি) কিতআহ}
  • Bengali Word কেতা ২, কিতা ২ Bengali definition [কেতা, কিতা] (বিশেষ্য) ১ ধরন; কায়দা; পদ্ধতি; কাট (আখিঁঠার, অঙ্গভঙ্গী, হাসির কেতা বিস্তর শিখিয়া-মীর মশাররফ হোসেন)। ২ ফ্যাশন; সামাজিক রীতি(আধুনিক রুচিসন্মত কেতায় সাজানো-মবিনউদ্দীন আহমদ)। ৩ তকমা(ইংরেজী অক্ষরে বাদামী কেতায় নাম খোদা-মীর মশাররফ হোসেন)। ৪ গোছা; সারি; পঙ্‌তি (কিতা করিয়া বান্ধা, উপরে টাঙ্গায় চাঙ্গা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(আরবি) কিতআহ }
  • Bengali Word কেতাদুরস্ত, কিতাদুরস্ত Bengali definition [কেতাদুরোস্‌তো, কিতাদুরোস্‌তো] (বিশেষণ) বাহ্যিক চালচলনে নিখুঁত, সুশৃঙ্খল, পরিপাটি, রুচিসন্মত (ভাই দুটি দেখিতে বড়ই সুন্দর, কেতাদুরোস্ত সুচেহারা-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কিতআহ + (ফারসি) দোরস্ত}
  • Bengali Word কেতাব Bengali definition কিতাব
  • Bengali Word কলকাতা , কলকেতা Bengali definition [কোলকাতা, কল্‌কেতা] (বিশেষ্য) ‘করিকাতা’ শব্দের পশ্চিম বঙ্গীয় কথ্য প্রয়োগ (এর জন্যেই বোধহয় কলকেতায় যেতে হবে-বঙ্গবাণী)। ( (ইংরেজি) Calcutta; কালীঘাট>}
  • Bengali Word কিতাব , কেতাব Bengali definition [কিতাব্‌, কেতাব] (বিশেষ্য) ১ বই; পুস্তক; গ্রহ (কেতাব পড়ে পায়নি খেতাব-(জসীমউদ্‌দীন) )। ২ কোরান; কুরআন (আল্লায় কহিছে যবে কিতাবের বাণী-সৈয়দ সুলতান)। ৩ পুঁথি (কেতাব পড়ার উঠল তুফান-(জসীমউদ্ ‌দীন))। কিতাব কুরআন, কিতাব কোরান (বিশেষ্য) ১ ধর্মগ্রন্থ; হাদিস ও কোরান। ২ প্রামাণিক গ্রন্থ (এ কথা তো কোনো কেতাবে কোরানে লেখে না-প্রথম চৌধুরী)। কেতাবকীট (বিশেষ্য) ১ ((আলঙ্কারিক)) গ্রন্থকীট; যে সর্বদা বই পড়ায় মগ্ন থাকে। ২ বইতে যে পোকা থাকে। কেতাবত (বিশেষ্য) লেখা; পত্র; চিঠি।কিতাবি১, কেতাবি, কিতাবতি (বিশেষণ ) ১ পুঁথিগত; bookish (কেতাবি বিদ্যা, কেতাবি ভাষা)। ২ পুস্তক সম্বন্ধীয়। ৩যার পুঁথিগত বিদ্যা আছে কিন্তু অভিজ্ঞতা নেই; যে হাতে কলমে করেনি, unpractical (মোকদ্দমা করা কেতাবী লোকের কাম নয়-প্যারীচাঁদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর))। কিতাবি২ (বিশেষ্য) আসমানি কিতাবের অনুসারী অমুসলিম; যথা ইহুদি, খ্রিস্টান। কিতাবিয়া (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) কিতাব}
  • Bengali Word কৃতার্থ, কেতাত্থ Bengali definition [কৃতার্‌থো, কেতাত্‌থো] (বিশেষণ) ১ সফল; সিদ্ধকাম; চরিতার্থ (আজি পূর্ণ কৃতার্থ জীবন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধন্য (মরণে কৃতার্থ করি প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর; তিনি এসে আমায় কৃতার্থ করে দিলেন-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃত +অর্থ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word নচিকেতা Bengali definition [নোচিকেতা] (বিশেষ্য) বৈদিক যুগের জনৈক ঋষি পুত্র। {(তৎসম বা সংস্কৃত) নচিকেতাঃ}
Closing this window will clear all results and return you back to the search section