- Bengali Word কারী ২ , কারি ৩ Bengali definition [কারি] (বিশেষণ) কার্যকরী; ফলদায়ক (কোন মন্ত্রই কারী হচ্ছে না-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ইন্(ণিনি)=কারি্, ১মা একব-কারী)}
- Bengali Word অউপকারী Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অ-উপোকারী] (বিশেষ্য) অপকারী; যে উপকার করে না (তোমা প্রতি উপকারী কিবা অউপকারী-সৈয়দ সুলতান) {অ+উপকারী}
- Bengali Word গণ্ডকারী Bengali definition [গন্ডোকারি] (বিশেষ্য) ১ বৃক্ষবিশেষ। ২ লজ্জাবতী লতা। ৩ খয়ের গাছ। ৪ বনচালতে (চালিতা)। ৫ কাউয়াঠুঁটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড+কার+ঈ}
- Bengali Word গিটকারি, গিটকারী Bengali definition ⇒ গিটকিরি
- Bengali Word শিপসরকারি, শিপসরকারী Bengali definition [শিপ্শর্কারি] (বিশেষ্য) জাহাজের মাল উঠানামার তদারকের কাজ (অনুগ্রহ করে শিপ-সরকারী কর্ম দিলেন-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) শিপ ship (ফারসি) সরকার}
- Bengali Word বিমৃষ্যকারী, বিমৃশ্যকারী Bengali definition [বিমৃশ্শোকারি] (বিশেষণ) বিশেষ চিন্তা করে কাজ করে এমন। বিমৃষ্যকারিতা, বিমৃশ্য-কারিতা (বিশেষ্য) কোনো কাজের পূর্বে বিশেষভাবে চিন্তাকরণ। {(তৎসম বা সংস্কৃত) বিমৃষ্য/বিমৃশ্য+কারী}
- Bengali Word অদরকারি, অদরকারী Bengali definition [অদর্কারি] (বিশেষণ) অনাবশ্যক; অপ্রয়োজনীয়। {বা. অ+(ফারসি)দরকার +বা. ই/ঈ; (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অসমীক্ষ্যকারী (অসমীক্ষ্যরিন্) Bengali definition [অশোমিক্খোকারি] (বিশেষণ) ১ হঠকারী; অবিমৃষ্যকারী; আচরণে অদূরদর্শী বা অবিবেচক। ২ গোঁয়ার। অসমীক্ষ্যকারিতা ( বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)সমীক্ষ্যকারী; বহু;}
- Bengali Word অহঙ্কার , অহঙ্কারী , অহঙ্কৃত Bengali definition ⇒ অহংকার
- Bengali Word আত্মপকারক , আত্মোপকারী (-রিন্) Bengali definition (বিশেষণ) ১ আপনার মঙ্গলজনক; আত্মহিতকারী। ২ স্বার্থপর। আত্মোপ-কারিকা, আত্মোপকারিণী। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উপকারক, উপকারী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কারি ২ ,কারী ৩ Bengali definition [কারি] (বিশেষ্য) কোরান পাঠক; যিনি বিশুদ্ধভাবে কোরান পাঠ করেন (কাজী ছাড়ে কলমা কোরান ছাড়ে কারী -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) কারী}
- Bengali Word টঙ্কারী (-বিন্) Bengali definition [টঙ্কারি] (বিশেষণ) ধনুকে টঙ্কার শব্দ করে এমন; টঙ্কারযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কার+ইন্(ইনি)}
- Bengali Word তরকারি, তরকারী, তরি-তরকারি Bengali definition [তর্কারি, তর্কারি, তরি-তর্কারি] (বিশেষ্য) ১ আনাজ; ব্যঞ্জন রন্ধনের উপুক্ত শাকসবজি ইত্যাদি; vegetable; ফলমুল। ২ ব্যঞ্জন; রাঁধা তরকারি। {(ফারসি) তরহ্, তা. কারি}
- Bengali Word ধর্মাধিকারী Bengali definition [ধর্মাধিকারি](বিশেষ্য) ন্যায়-অন্যায় বিচারকারী; বিচারক। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অধিকারী}
- Bengali Word নিকারি, নিকারী, নিকিরি Bengali definition [নিকারি, নিকারী, নিকিরি] (বিশেষ্য) মুসলমান মৎস্য-ব্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) নিকার>?}
- Bengali Word নিরহঙ্কারী (-রিন্) Bengali definition [নিরহোঙ্কারি] (বিশেষণ) অহঙ্কারশূন্য; গর্বশূন্য। {নিঃ+অহঙ্কারী}
- Bengali Word ফিটকারী, ফিটকিরি, ফিটকিরী Bengali definition ⇒ফটকিরী
- Bengali Word পিচকারি, পিচকিরি, পিচকারী Bengali definition [পিচ্কারি, পিচকিরি, পিচকারি] (বিশেষ্য) তরল পদার্থ ছিটাবার যন্ত্র (পিচকারীতে হানলে কেরে গোলাপ জলের ধারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ধ্বন্যাত্মক) পিচ+কারী}
- Bengali Word রিয়াকারী Bengali definition [রিয়াকারি] (বিশেষ্য) প্রদর্শনের জন্য ধর্মাচরণ; লোক দেখানো ধার্মিকতা। {(ফারসি) রিয়াকারী}
- Bengali Word সকারী Bengali definition [শকারি] (বিশেষণ) ক্রিয়াশীল; সক্রিয়; active। অকারী (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সকার+ইন্(ইনি)}
- Bengali Word বেসরকারী Bengali definition ⇒ বে২
- Bengali Word সহকারী, সহগমন, সহগমনকারী, সহগামী, সহচর, সহচরী Bengali definition ⇒ সহ
- Bengali Word ভূম্যধিকারী(-রিন্) Bengali definition [ভূম্মোধিকারি] (বিশেষ্য) জমিদার; ভূস্বামী। ভূম্যধিকারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+অধিকারী}
Closing this window will clear all results and return you back to the search section