Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word করিম , করীম Bengali definition [কোরিম্‌] (বিশেষণ) করুণাময়; দয়াময়; দয়ালু (বন্দেগী করিবে বন্দী জমিনে ঠুকিয়া। করিম দিয়াছে মাথা করম করিয়া- ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য) ১ দয়ালু ঈশ্বর; করুণাময় আল্লাহ। ২ উদার ক্ষমাকারী (মুমীন সবের গুণা করিমে ক্ষেমিব-সৈয়দ আলাওল)। {(আরবি) করীম }
  • Bengali Word করিমা , করীমা Bengali definition [কোরিমা] পারস্য কবি শেখ সা’দী রচিত উপদেশমালার কাব্যগ্রন্থ ‘পন্দেনামা’; এর প্রথম পঙ্‌ক্তির প্রথম শব্দ ‘করীমা’ (করীম শব্দের সম্বোধনে) বলে সমগ্র পুস্তক ‘করীম’ নামে প্রসিদ্ধ (বাবুদিগের পাঠ আরম্ভ হইল। অতি সূক্ষ্ম বুদ্ধি প্রযুক্ত দুই বৎসরের মধ্যেই প্রায় করিমা সমাপ্তি করিলেন-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) কারীমা }
Closing this window will clear all results and return you back to the search section