Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word করার , কড়াল , কড়ার Bengali definition [করার্‌, কড়াল্‌, কড়ার্‌] (বিশেষ্য) ১ চুক্তি; শর্ত (আদ্যের গুরু অর্ধেক ধরার! মৃত্যুর ডেরায় মুক্তির করার!-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অঙ্গীকার; স্বীকৃতি; ওয়াদা (আমি এই রাতে তারে দিয়াছি করার-সৈয়দ হামজা)। {(আরবি) করার }
  • Bengali Word করারদাদ Bengali definition [করার্‌দাদ্‌] (বিশেষ্য) মীমাংসিত বাক্য; সর্বসম্মত সংকল্প। {(আরবি) করার্‌ }
  • Bengali Word ইকরার Bengali definition একরার
  • Bengali Word একরার , ইকরার Bengali definition [এক্‌রার্‌, ইক্‌রার্‌] (বিশেষ্য) ১ স্বীকার; কবুল (সকল ডাকাইত একরার করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রতিজ্ঞা; শপথ। ৩ চুক্তি। একরার নামা (বিশেষ্য) ১ চুক্তিপত্র; অঙ্গীকারপত্র (সমাজের ইকরারনামায় কস্মিন কালো বাঁধা হয় নিকো-বিষ্ণু দে)। ২ প্রতিজ্ঞাপত্র; শপথনামা। {আরবি ইকরার }
  • Bengali Word তকরার [তক্‌বার্‌] Bengali definition (বিশেষ্য) ১ তর্ক; এক কথা বার বার ঝগড়ার ভাবে বলা; পুনরাবৃত্তি; বাদানুবাদ; বাক্‌কলহ; বচসা (দুই উকিল আবার একসঙ্গে তকরার জুড়লে যুক্তি বিসর্জন দিয়ে-শওকত ওসমান)। ২ বিচার। তকরারি (বিশেষণ) ১ তর্ক করে এমন; ঝগড়াটে। ২ মীমাংসাধীন; বিচারসাপেক্ষ। {(আরবি)তাক্‌রার }
  • Bengali Word মোকরররি, মোকরারি, মুকরারি, মকররি Bengali definition [মোকর্‌রোরি, মোক্‌রারি, মুক্‌রারি, মক্‌রোরি] (বিশেষণ) নির্দিষ্ট খাজনার বিনিময়ে দখলীকৃত জমি (কি একটা দলিল কি রদ বদল করে ‘ক’ আনি জমি সে মোকরারি করে দিল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) মুকররর}
Closing this window will clear all results and return you back to the search section