Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কবজ ১ , কব্জ Bengali definition [কবোজ্‌, কব্‌জো] (বিশেষ্য) গ্রহণ; অধিকার; কবলিত করণ (বেছে বেছে ঐ ‘সঙ্গদিল’-দের কব্‌জ্‌ করেনি জান-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষণ) অধিকৃত; হস্তগত; আয়ত্ত (কত কেল্লা কবজ করিল কত ঠাঁই-সৈয়দ হামজা; রামচন্দ্র বাকলাওয়ালা ভুঁইয়া তাহার রাজ্য কবজ করিল-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) কবদ}
  • Bengali Word কবজ ২ Bengali definition [কবোজ্‌] (বিশেষ্য) ১ কবচ; বর্ম (না মারুক জার অঙ্গ কবজ বর্জিত-সৈয়দ আলাওল)। ২ কবচ; তাবিজ; মাদুলি; (কবজ করিয়া পত্র গলেতে বাঁধিল-দৌলত উজির বাহরাম খান)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কবচ (=বর্ম)> কবজ}
  • Bengali Word অকবজ Bengali definition [অকবোজ্‌] (বিশেষণ) অনায়ত্ত; অনধিকৃত। {অ+(আরবি) কবদু}
Closing this window will clear all results and return you back to the search section