Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কদর Bengali definition [কদোর্] (বিশেষ্য) ১ সম্মান; মূল্য মর্যাদা (লেখকের কদর তখনই হবে, যখন তাঁর লেখা পড়ে পাঠক হবেন আপনা আপনি খুশী-আবুল মনসুর আহমদ)। ২ সমাদর; যত্ন; খাতির। ৩ শবেকদর বা পুণ্যময়ী রজনী; রমজান মাসের শেষ দশদিনের যে কোনো দিনগত রাত্রে, বিশেষ করে ২৭ শে রমজানের রাত্রে ‘শবেকদর’ ঘটে বলে মুসলমানদের ধারণা(রমজানশেষে দশ রাত্রি জাগ যবে। ভক্তিভাবে বসিলে কদর পাইবে তবে-সৈয়দ আলাওল)। কদর দান (বিশেষণ) গুণগ্রাহী; সমঝদার; পৃষ্ঠপোষক। কদম দানি (বিশেষ্য) সমাদর; সম্মাননা; পৃষ্ঠপোষকতা (হিন্দুদের কদরদানিতে এইবার তিনি কংগ্রেসের অন্যতম প্রধান নেতা-আবুল মনসুর আহমদ)। {(আরবি) কদর }
  • Bengali Word কদর্থ Bengali definition [কদর্‌থো] (বিশেষ্য) কু-অর্থ; বিকৃত অর্থ; কুৎসিত; ব্যাখ্যা। কদর্থন, কদর্থনা, কদার্থন (বিশেষ্য) ১ বিকৃত অর্থ আবিষ্কার করণ; কুৎসিত অর্থ বাহির করণ। ২ যাতনাদান; পীড়ন; নিন্দা (গোর্খেরে ধরিয়া শিবে করে কদার্থন-শেখ ফয়জুল্লাহ)। কদর্থিত, কদর্থীকৃত (বিশেষণ) ১ খারাপ অর্থ করা হয়েছে এরূপ; কুৎসিতরূপে ব্যাখ্যাকৃত। ২ বিড়ম্বিত; পীড়িত; নিন্দিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+অর্থ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লাইলতুল কদর Bengali definition [লাইলাতুল্‌কদোর্‌] (বিশেষ্য) ১ সম্মানিত রাত্রি; মর্যাদাযুক্ত গুরুত্বপূর্ণ রাত। ২ ইসলামি শাস্ত্রমতে রমজান মাসের শেষ দশদিনের কোনো একটি বেজোড় রাত; অনেকের মতে সাতাশে রমজানের রাত; যে রাতের ইবাদতের পুণ্য হাজার মাসের ইবাদতের তুল্য (ইহারই মধ্যে লাইলাতুল কদর-মুক্তির মহালোক ভাস্কর-এয়াকুব আলী চৌধুরী)। {(আরবি) লাইলাতুল-কদর}
  • Bengali Word খাকদর-খাক Bengali definition [খাক্‌দর্‌খাক্‌] ১ (বিশেষণ) অতি বিনীত; তুচ্ছাতিতুচ্ছ। {(ফারসি) খাকদর-খাক}
  • Bengali Word দোষৈকদর্শী (-শিন্‌), দোষৈকদৃক Bengali definition [দোশোইকোদোর্‌শি, দোশোইকোদৃক্‌] (বিশেষণ) কেবল অপরের দোষই দেখে এমন; গুণগ্রাহী নহে এমন; ছিদ্রান্বেষী। {(তৎসম বা সংস্কৃত) দোষ+একদর্শী, একদৃক্‌}
  • Bengali Word শবেকদর Bengali definition [শবেকদোর্‌] (বিশেষ্য) ১ মর্যাদাপূর্ণ রাত্রি; সম্মানিত রজনী। ২ রমজান মাসের ২১ ২৩ ২৫ ২৭ অথবা ২৯ তারিখের রাত্রি; যে রাত্রিতে পবিত্র কোরান প্রথম অবতীর্ণ হয়েছে (মাহে রমজান এসেছে যখন আসিবে শবে-কদর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) কদর; (তুলনীয়) লায়লাতিল কদর}
Closing this window will clear all results and return you back to the search section