Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word উর্দু, উর্দূ Bengali definition [উরদু] (বিশেষ্য) ১ বাক্যগঠন ও ক্রিয়াপদের ব্যবহারে হিন্দি ভাষার অনুরূপ এবং হিন্দি ও ফারসি শব্দের মিশ্রণে সৃষ্ট ভাষাবিশেষ, যা মুসলিম বাদশাহ ও নবাবদের আমলে প্রচলিত হয়। ২ পাকিস্তানের রাষ্ট্রভাসা। ৩ সৈনিক। ৪ সেনানিবাস। □ (বিশেষণ) উর্দু ভাষাসুলভ (উদাস উর্দুসুর মৃদু মিঠে স্বরে-বিষ্ণু দে)। উর্দুনবিস (বিশেষ্য) যে উর্দু ভাষায় লেখাপড়া ভাল জানে। উর্দুওয়ালা (বিশেষণ) উর্দুভাষী; উর্দুভাষা বলে এমন (পশ্চিমের কোন উর্দু-কওয়া বিবিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। উর্দু বাজার (বিশেষ্য) সেনানিবাস সংলগ্ন বাজার। {(তুর্কি) ‍উর্দু }
Closing this window will clear all results and return you back to the search section