- Bengali Word ইসলাম, এসলাম Bengali definition [ইস্লাম্, এস্লাম্] (বিশেষ্য) ১ প্রাকৃতিক শান্তির ধর্ম-হজরত (সা.) একে পূর্ণতা দান করে প্রচার করেন। ২ আল্লাহর নিকট আত্মসর্মপণ। ইসলামিয়াত (বিশেষ্য) ইসলাম ধর্ম সম্পর্কীয় শাস্ত্র। ইসলামি, ইসলামিক (বিশেষণ) ১ ইসলাম সম্বন্ধীয় (ইসলামি কেতাব)। ২ ইসলামের বিধি অনুযায়ী। {(আরবি) ইস্লমা }
- Bengali Word দারুল-ইসলাম, দার-উল-ইসলাম Bengali definition [দারুল্ ইসলাম্] (বিশেষ্য) ১ এমন স্থান যেখানে ইসলাম বিনা বাধায় আচরিত হয় (ইসলামী রাষ্ট্র, হিন্দুস্তান আজ অবধি দারুল ইসলাম-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি)দারুল ইসলাম}
- Bengali Word প্যানইসলামবাদ Bengali definition [প্যান্ইস্লাম্বাদ্] (বিশেষ্য) বিশ্ব মুসলিম ঐক্যে বিশ্বাস। প্যানেইসলামবাদী (বিশেষণ) বিশ্ব মুসলিম ঐক্যে বিশ্বাসী (সমাজের এক অংশে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ইংরেজ শাসন বিরোধী যে মনোভাবের সূচনা হয় তার পরিণতি দেখা দেয় প্যানইসলামবাদী ভাবধারার প্রসারে-আনিসুজ্জামান)। {(ইংরেজি) pan-Islamism}
Closing this window will clear all results and return you back to the search section