Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ইমাম, এমাম Bengali definition [ইমাম্, এমাম] (বিশেষ্য) ১ যিনি নামাজে নেতৃত্ব করেন; যাঁর পেছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়া হয় (কোথায় ইমাম? কোন্ সে খোৎবা পড়িবে আজিকে ঈদে?-কাজী নজরুল ইসলাম)। ২ ধর্মীয় নেতা বা পথ প্রদর্শক শাস্ত্রবিদ (ইমাম আবু হানীফা, ইমাম বোখারি)। ইমামত, ইমামতি, ইমামত্ব, এমামতি, এমামত্ব (বিশেষ্য) ১ নামাজের নেতৃত্ব; জামাতের নামাজ পরিচালনা করা। ২ নেতৃত্ব (ইমামতি তুমি করিবে না জানি, তুমি গাজী মহাবীর-কাজী নজরুল ইসলাম)।
  • Bengali Word ইমামবাড়া Bengali definition (বিশেষ্য) মুহররমের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত গৃহবিশেষ – যে স্থানে শিয়া সম্প্রদায় মুহরমের তাজিয়া রাখে। {(আরবি) ইমাম }
  • Bengali Word ইমাম মেহদী, ইমাম মাহদী Bengali definition [ইমাম্‌মেহদি, ইমাম্‌মাহ্‌দি] (বিশেষ্য) শিয়াদের শেষ-ইমাম-ইসলামের সংস্কারের জন্য তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন এমন ধারণা করা হয়। {(আরবি) ইমাম মেহদী }
Closing this window will clear all results and return you back to the search section