Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ইফতার, এফতার Bengali definition [ইফ্‌তার্‌, এফ্‌তার্‌] (বিশেষ্য) আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন রোজা রেখে সূর্যাস্তের পর খাদ্য ও পানীয় গ্রহণ (সন্ধ্যাকাল হইলে ইফতার কর জলে–সৈয়দ আলাওল; শুকনো রুটি আর পানি পাবে, ইফতার সময়ে-ফররুখ আহমদ)। ইফতারি, এফতারি (বিশেষ্য) ১ খাদ্য ও পানীয় গ্রহণ করে সারা দিনের রোজা সাঙ্গ করা হয়; ইফতারের জন্য আহার্য ও পানীয় সামগ্রী। ২ রোজার মাসে ইফতার-কালীন খাদ্য গ্রহণ। {(আরবি) ইফ্‌তার}
Closing this window will clear all results and return you back to the search section