Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আলী ১, আলি Bengali definition [আলি] (বিশেষ্য) ১ মুসলমানের নামের অংশবিশেষ। ২ ইসলামের চতুর্থ খলিফা; হজরত মুহম্মদ (সা.)-এর চাচাতো ভাই এবং কনিষ্ঠ জামাতা। {(আরবি)‘আলী}
  • Bengali Word আলী ২ Bengali definition আলি
  • Bengali Word আলীন Bengali definition [আলিন্‌] (বিশেষণ) ১ লয়প্রাপ্ত; বিলীন। ২ পরিব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলী+ত(ক্ত)}
  • Bengali Word আলীম Bengali definition আলেম
  • Bengali Word আলীহুকুম Bengali definition আলি৫
  • Bengali Word আলি ৩ ,আলী ২ Bengali definition [আলি] (বিশেষ্য) শ্রেণি; পঙ্‌ক্তি; সারি (গীতালি)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öঅল্‌+ই(ইন্‌)}
  • Bengali Word আলি ৪ ,আলী ৩ Bengali definition [আলি] (বিশেষ্য) সখী; সঙ্গিনী (আলি আলিঙ্গন চাহে-বিদ্যাপতি)। {(তামিল) আলি>}
  • Bengali Word আলি ৫ ,আলী ৪ Bengali definition [আলি] (বিশেষণ) মহান; উদার; উন্নত; (গুরুদাসের মেজাজ আলি হয়ে গ্যাচে-কালীপ্রসন্ন সিংহ)। আলিমেজাজ, আলিমিযাজ (বিশেষণ) উদারমতি; উন্নতমনা। আলিশান, আলিছান (বিশেষণ) ১ বিরাট; খুব বড়ো (জমিদার-বাড়ির আলিশান গম্বুজটার কিনারে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ মহান (ধার্মিক সুজন আলাল গুণে আলিছান-পূর্ববঙ্গ গীতিকা)। ৩ সম্ভ্রান্ত; মর্যাদাসম্পন্ন। আলিহুকুম (বিশেষ্য) দরাজ অনুমতি; ঢালাওহুকুম (এত আলিহুকুম উচিত আজি নয়-ঘনরাম চক্রবর্তী; তিনি তাহাই তাহাদিগকে লইতে আলী হুকুম দিয় দিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি)‘আলী }
  • Bengali Word আলীঢ় Bengali definition [আলিঢ়] (বিশেষণ) আস্বাদিত; লেহন করা হয়েছে এমন। □ (বিশেষ্য) বাম জানু জুড়ে ডান পা ছড়িয়ে উপবেশনের ভঙ্গি। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলিহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দেনে-মোহাম্মদ ওয়াজেদ আলীলা, দেনেয়াল Bengali definition [দেনেওয়ালা, দেনেয়াল্‌] (বিশেষ্য) দানকারী; দাতা। {(তৎসম বা সংস্কৃত) দান+(তৎসম বা সংস্কৃত) পাল>(বাংলা) ওয়ালা,>}
  • Bengali Word নেআলী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নেয়ালি] (বিশেষ্য) নবমল্লিকা। {(তৎসম বা সংস্কৃত) নবমল্লিকা>}
Closing this window will clear all results and return you back to the search section