Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আরাম ১ Bengali definition [আরাম্] (বিশেষ্য) উপব্‌ন; ফলফুলের বাগান; বাগানবাড়ি। {(আরবি)ইরম্}
  • Bengali Word আরাম ২ Bengali definition [আরাম্‌] (বিশেষ্য) সুখ; আনন্দ; আয়েশ (মরমীর হিয়ার আরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিশ্রাম; শ্রান্তি-অপনোদন (সারাদিন খেটেছ, এখন আরাম করো)। □ ( বিশেষণ) সুস্থ; রোগমুক্ত; নীরোগ (কিছুদিন রোগে ভুগে এবার আরাম হয়েছি)। আরাম-কুর্সি, আরাম-কেদারা (বিশেষ্য) আরামে বসার চেয়ার; arm chair (একখানা আরাম কুর্সীতে বসিয়া ভাবিতেছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) আরাম্ }
Closing this window will clear all results and return you back to the search section