Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আরজ , আরয Bengali definition [আরজ্] (বিশেষ্য) আবেদন; প্রার্থনা (সে যাইয়া আরজ করিল-রামরাম বসুরাম বসু)। আরজগুজার (বিশেষণ) আবেদনকারী; নিবেদক। আরজদাস্ত (বিশেষ্য) দরখাস্ত; আবেদনপত্র (পুত্রের আরজদাস্ত অনুযায়ী কাননগো দপ্তরে মুহরিগিরিতে পদার্পণ হইলেন-রামরাম বসুরাম বসু)। আরজবেগ, আরজবেগী (বিশেষ্য) আদালতের পেশকার; যে ব্যক্তি রাজা বা বিচারপতির সম্মুখে দরখাস্ত দাখিল বা পাঠ করে (রাজার হীরার বাক্যে হইল সংশয়, আরজবেগীরে কহে লহ পরিচয় -ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)আরদ্}
  • Bengali Word আরজা Bengali definition [আর্‌জা] (বিশেষণ) সস্তা; অল্পমূল্য। {(ফারসি) আর্‌জা}
  • Bengali Word আরজি , আর্জি Bengali definition [আর্‌জি] (বিশেষণ) ১ আবেদনপত্র; দরখাস্ত। ২ প্রার্থনা; অনুরোধ (নিষ্ঠুর করুণ সে আরজী কানে না শুনলে ঠাওর করা অসম্ভব-শওকত ওসমান)। { (আরবি)আরদী +(ফারসি)}
  • Bengali Word আরজু Bengali definition [আর্‌জু] (বিশেষ্য) বাসনা; ইচ্ছা (তাদের মনের আরজু সকল বলল ছেলের ঠাঁই-রওশন ইজদানী)। {(ফারসি) আর্‌জু }
Closing this window will clear all results and return you back to the search section