Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আবাদ Bengali definition [আবাদ্] (বিশেষ্য) ১ কৃষিকর্ম; চাষ (ধানের আবাদ উঠিয়ে দিয়ে ফসল হ’ল গঞ্জিকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কর্ষিত বা চর্ষা জমি। ৩ জনপদ; বসতি; বাসযোগ্য স্থান। আবাদকরা (ক্রিয়া) ১ চাষ করা। ২ জঙ্গলাদি পরিষ্কার করে চাষ বা লোকবসতির উপযুক্ত করা (পৈত্রিক ভিটেটা আবাদ করার মত যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়নি-শাহাদাত হোসেন)। আবাদি (বিশেষণ) ১ চাষযোগ্য; আবাদের উপযোগী। ২ কর্ষিত; চষা হয়েছে এমন। □ (বিশেষ্য) গ্রামের উপকণ্ঠ; বাসস্থান। {(ফারসি) আবাদ}
Closing this window will clear all results and return you back to the search section