Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আবর ১ Bengali definition [আবর্] (বিশেষণ) মূর্খ; অবোধ; অসভ্য; বর্বর (কত আরব... বশ হয়েছে-মীর মশাররফ হোসেন; ‘আবর্’কে বুঝাব কত বুঝ নাহি মানে। ঢেঁকিকে বুঝাব কত নিত্য ধান ভানে-প্রভাতকুমার মুখোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অবর>আবর}
  • Bengali Word আবর ২ Bengali definition [আবর্] (বিশেষ্য) মেঘ; হালকা বৃষ্টি (আসমান আবরে আবৃত)। {(ফারসি) আব্‌র}
  • Bengali Word আবরওয়াঁ Bengali definition আবরোঁয়া
  • Bengali Word আবরক Bengali definition [আবোরক্] (বিশেষণ) আচ্ছাদনকারী; আবরণকারী। □ (বিশেষ্য) ১ ঢাকনি। ২ ঘোমটা। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবৃ+অ(অপ্)+ক(কন্)}
  • Bengali Word আবরণ Bengali definition [আবোরন্] (বিশেষ্য) ১ আবৃতকরণ; ঢাকন। ২ গায়ের কাপড়; আচ্ছাদন। ৩ ঢাকনি। আবরিত, আবৃত (বিশেষণ)। আবরণী (বিশেষ্য) ঢাকনি; আচ্ছাদন (কুম্ভের আবরণী উন্মুক্ত করিল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবৃ + অন(ল্যুট্)}
  • Bengali Word আবরা Bengali definition [আব্‌রা] (বিশেষ্য) ১ টুপি বা জামার বহির্ভাগ। ২ লেপ বালিশ ইত্যাদির আবরণ। {(ফারসি) আবরা; আবরহ্}
  • Bengali Word আবরু , আব্রু Bengali definition [আবরু] (বিশেষ্য) ১ মর্যাদা; আভিজাত্য; মানসম্ভ্রম (কঙ্কণ-কিঙ্কিণী খুলিয়াছি তাই-জীবন আব্রু, মরণে পর্দা নাই-মোহিতলাল মজুমদার)। ২ নারীর সম্ভ্রম; ইজ্জত; সতীত্ব। ৩ পর্দা; আবরণ (তাদের মাথায় কাপড় নেই। আব্রুর কোনো বালাই নেই আর-শওকত ওসমানকত ওসমান)। ৪ অন্তরাল; আড়াল (সেইটেই আমাদের উভয়ের মধ্যে বৃহৎ ব্যবধান, সেইটেই একটা আব্রু-রবীন্দ্রনাথ ঠাকুর) ৫ ভব্যতা; শ্লীলতা। বে-আবরু (বিশেষ্য) বে-ইজ্জত; অপমান। {(ফারসি) আবরূ}
  • Bengali Word আবরোঁয়া , আবরুঁয়া , আবরওয়াঁ Bengali definition [আব্‌রোঁয়া, আব্‌রুয়া, আব্‌রওয়া] (বিশেষ্য) অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ; মসলিন জাতীয় মিহি কাপড় যা ভিজলে পানির মতো দেখায়। (আয় আকাশের আরুঁয়াতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) আবরারান}
  • Bengali Word আবর্জন Bengali definition [আবর্‌জন্‌] (বিশেষ্য) ১ পরিত্যাগ; সম্পূর্ণ বর্জন। ২ অবনমন। আবর্জিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) আ+বর্জন}
  • Bengali Word আবর্জনা Bengali definition [আবোর্‌জোনা/ আবোর্‌জনা] (বিশেষ্য) ১ জঞ্জাল; ময়লা; নোংরা বস্তু। ২ অবাঞ্ছিত বা অনভিপ্রেত ব্যক্তি (সমাজে নানাবিধ আবর্জনার অভাব নাই)। {(তৎসম বা সংস্কৃত) আবর্জন+আ}
  • Bengali Word আবর্ত Bengali definition [আবর্‌তো] (বিশেষ্য) ১ ঘূর্ণি; কুণ্ডলী (দক্ষিণাবর্ত)। ২ ঘূর্ণিজল; ঘূর্ণিপাক; জলের পাক (যমুনা আবর্তশালী বিষয় করালী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ আবর্তন; ধূর্ণন। ৪ আবর্ত মেঘ; মেঘবিশেষের নাম (আবর্ত পুষ্কর মেঘ ডাকিতে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষণ) ঘূর্ণায়মান (আবর্তগতি)। আবর্তিত (বিশেষণ)। আবর্ত বাত্যা (বিশেষ্য) ঘূর্ণিবায়ু, cyclone । আবর্তন (বিশেষ্য) ১ ঘূর্ণন; পরিভ্রমণ; চক্রাকারে ভ্রমণ। ২ পুর্নরাগমন; প্রত্যাবর্তন। ৩ আলোড়ন; আওটান; ঘোটন। ৪ পুনঃপুন অনুষ্ঠান। ৫ বেষ্টন। আবর্তনী, আবর্তদণ্ড (বিশেষ্য) ঘোটনকাঠি; মন্থনদণ্ড। আবর্তমান (বিশেষণ) আবর্তন করছে এমন; বারবার ঘুরে বা ফিরে আসছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবৃৎ+অ(ঘঞ্)}
Closing this window will clear all results and return you back to the search section