Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আপা ১ Bengali definition [আপা] (বিশেষ্য) বড় বোন। □ (অব্যয়) বয়োজ্যেষ্ঠা অপরিচিতা মহিলা বা শিক্ষয়িত্রীর প্রতি সম্বোধনে ব্যবহৃত শব্দ। {(তুর্কি) আপা}
  • Bengali Word আপা ২ Bengali definition [আপা] (বিশেষ্য) জনরব; জনশ্রুতি। □ (বিশেষণ) জনশ্রুতি-মূলক (আপা কথা)। {(আরবি)আফ্‌রাহ্‌}
  • Bengali Word আপাং , আপাঙ্গ Bengali definition [আপাঙ্, আপাঙ্‌গো] (বিশেষ্য) বৃক্ষবিশেষ (এক জায়গায় ছিল কয়েককটা আপাং-খগেন্দ্রনাথ মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) অপাঙ্গক>}
  • Bengali Word আপাকা Bengali definition [আপাকা] (বিশেষণ) ১ অপক্ব; কাঁচা। ২ আধপাকা; ঈষৎ পক্ব। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word আপাঙ্গ Bengali definition আপাং
  • Bengali Word আপাণ্ডুর Bengali definition [আপান্‌ডুর্] (বিশেষণ) ঈষৎ পাণ্ডুবর্ণ। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) পাণ্ডুর}
  • Bengali Word আপাত Bengali definition [আপাতো] (বিশেষ্য) ১ উপস্থিত সময়; তৎকাল; ঘটনাকাল; আরম্ভকাল। ২ পতন; সংঘটন। আপাতকঠিন (বিশেষণ) আপাতত কঠিন মনে হয় এমন কিন্তু তা নয়। আপাতত (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) সম্প্রতি; এক্ষণে; উপস্থিতমতো; এখনকার মতো (আপাতত এ কাজটা করছি)। আপাতমধুর (বিশেষণ) উপস্থিমতো মধুর কিন্তু পরিণামে নয়। {(তৎসম বা সংস্কৃত) আ+√পত্+অ(ঘঞ্)}
  • Bengali Word আপাদ , আপদ ২ Bengali definition [আপাদ্, আপদো] (ক্রিয়াবিশেষণ) ১ পা পর্যন্ত। ২ পা থেকে। আপাদ চুম্বিত, আপাদ লম্বিত (বিশেষণ) পা পর্যন্ত লম্বিত বা ঝুলানো। আপাদ মস্তক (ক্রিয়াবিশেষণ) পা থেকে মাথা পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+পাদ, পদ; পা পর্যন্ত-(অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আপান Bengali definition [আপান্] (বিশেষ্য) ১ পানের আড্ডা বা স্থান। ২ মদের দোকান। {(তৎসম বা সংস্কৃত) আ+√পা+অন(ল্যুট্)}
  • Bengali Word আপামর Bengali definition [আপামর্] (বিশেষণ) সকলেই; সাধারণ লোক পর্যন্ত; ছোটবড়ো অভেদে (আপামর সর্বজনে শান্তিবারি করিল প্রদান-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আ+ পামর; পামর পর্যন্ত-(অব্যয়ীভাব সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section