- Bengali Word আদম Bengali definition [আদোম্] (বিশেষ্য) ১ প্রথম সৃষ্ট মানুষের নাম (আদিম মানব আদমে সৃজিয়া-কাজী নজরুল ইসলাম)। ২ মানুষ। আদম খোর (বিশেষণ) নরখাদক (আদমখোর সাত আদি পাহাড়েতে থাকে-সৈয়দ হামজা)। আদম গাড়ি (বিশেষ্য) মনুষ্যচালিত রিকশা (এই রকমে আমার দিনগুলো এখন যাচ্ছে ‘আদম-গাড়ির’ (রিকশা) মতন এক হয়ে-কাজী নজরুল ইসলাম)। আদম ব্যাপারী (বিশেষ্য) জনশক্তি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায়ে জড়িত বা উক্ত ব্যবসায়ের দালালি করে এমন ব্যক্তি। আদম শুমারি, আদম শুমার (বিশেষ্য) লোকগণনা, census (১৯৬১ সালে আদমশুমারি অনুযায়ী দেখা যায় -সৈয়দ মুজতবা আলী)। আদমসুরাত, আদম-ছুরাত, আদম সুরত, আদমছবি (বিরল) [আদোম্সুরাত্, আদোম্সুরত্, আদোম্ছোবি] (বিশেষ্য) মানবাকৃতি বিশিষ্ট নক্ষত্রপুঞ্জ; কালপুরুষ (মরু-শর্বরী পাড়ি দিয়ে যবে নেমে এল নীচে আদম-সুরাত- ফররুখ আহমদ; আমাদের আদমছবি যেন হাত পাও তুলি নাচিছে-মীর মশাররফ হোসেন। {(আরবি)আদম্}
- Bengali Word আদমি Bengali definition [আদ্মি] (বিশেষ্য) ১ মানুষ; লোক; ব্যক্তি (মণিরামপুরের মাধববাবু আচ্ছা আদমি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ পতি; স্বামী (আমার আদমি একথা টের পাল্যি আমাগো দুই জনকে গলা টিপে মেরে ফেলবে -মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি)আদমী+ই}
Closing this window will clear all results and return you back to the search section