- Bengali Word আজনবি Bengali definition [আজ্নোবি] (বিশেষণ) ১ বিদেশী। ২ অপরিচিত। {(আরবি)আজনবী }
- Bengali Word আজনম Bengali definition ⇒ আজনা
- Bengali Word আজনাই Bengali definition ⇒ আঁজনাই {(তৎসম বা সংস্কৃত)অঞ্জনিকা}
- Bengali Word আজন্ত , আজনম ( পদ্যে ব্যবহৃত ) Bengali definition [আজন্মো] (বিশেষণ) যাবজ্জীবন; চিরকালীন (আজন্ত প্রতীক্ষা)। □ (ক্রিয়াবিশেষণ) জন্মাবধি (আজন্ত এই কাজ করিতেছি)। □ (বিশেষ্য) যাবজ্জীবন; চিরকাল (আজনম-বুঝি আমরণ-সত্যেন্দ্রনাথ দত্ত)।আজনমকাল (বিশেষ্য) চিরকাল; যাবজ্জীবন (আপন আজন্তকালের স্নেহ মণ্ডিত পিতৃগৃহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি)+জন্মন্}
- Bengali Word আঁজনাই, আজনাই Bengali definition [আঁজ্নাই, আজ্নাই] (বিশেষ্য) ১ পৃষ্ঠে নীল অঞ্জন বর্ণের ডোরাবিশিষ্ট টিকটিকির ন্যায় প্রাণী বিশেষ; জেটি। ২ চক্ষুরোগ বিশেষ; চক্ষুর পাতার উদ্গত ক্ষুদ্র স্ফোটক; অঞ্জনী। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জন+আই=আঁজনাই}
Closing this window will clear all results and return you back to the search section