- Bengali Word আঙ্গুল , আঙুল Bengali definition [আঙ্গুল্, আঙুল্] (বিশেষ্য) অঙ্গুলি (আঙুল আমার আকুল হল কাহার দৃষ্টি দোষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঙুল ফুলে কলা গাছ–আকস্মাৎ বা অতি দ্রুত পদোন্নতি বা ঐশ্বর্য বৃদ্ধি। আঙুল মটকানো (ক্রিয়া) ১ আঙুল টেনে বা মোচড় দিয়ে মটমট শব্দ করা। ২ (আলঙ্কারিক) অভিশাপ দেওয়া। আঙ্গুল হাড়া (বিশেষ্য) আঙ্গুলের রোগ বিশেষ; আঙ্গুলের মাথায় ফোড়া। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুলি>}
Closing this window will clear all results and return you back to the search section