- Bengali Word আখের , আখির Bengali definition [আখের্, আখির্] (বিশেষণ) শেষ (আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়-কাজী নজরুল ইসলাম; আমার প্রায় আখের হইয়া আইল-রামরাম বসুরাম বসু) □ (বিশেষ্য ) ১ অন্তিম কাল; মৃত্যুকাল (আখেরে কলেমা মুখে না হৈব সর্বথা-সৈয়দ আলাওল)। ২ পরিণাম (আখের ভেবে কর্ম্ম করে তাকেই বলি ধীরা-দাশরথি রায়)। ৩ ভবিষ্যৎ; ভবিষ্যৎকাল (আখেরটা তো দেখতে হবে -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৪ পরকাল। আখেরি, আখিরি (বিশেষণ) শেষ; অন্তিম (আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু-কাজী নজরুল ইসলাম; যৌবনের আখিরি করিয়া ফারখতি লইতে পারি নাই- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। চাহার শম্বা (বিশেষ্য) ১ সফর চাঁদের শেষ বুধবার। ২ মুসলিম পর্ব বিশেষ। আখেরি জামানা (বিশেষ্য) ১ অন্তিম কাল। ২ পৃথিবীর শেষ যুগ; মহা প্রলয় বা কেয়ামতের নিকটবর্তী যুগ। ৩ হিন্দু পুরাণোক্ত কলিযুগ। ৪ পরকাল। {(আরবি)আখির }
- Bengali Word আখেরাত , আখিরাত Bengali definition [আখেরাত্, আখিরাত্] (বিশেষ্য) পরকাল; পরজীবন; শেষ বিচারের দিন (আখেরাতে খোদা তুমি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আখিরাত }
- Bengali Word আখেরি Bengali definition ⇒ আখের
- Bengali Word দীন ২, দীন আখেরী, দীনদার, দীনদুনিয়া, দীনদুনিয়ার মালিক, দীন-পানা Bengali definition ⇒ দিন২
Closing this window will clear all results and return you back to the search section