- Bengali Word আকল, অকল Bengali definition [আকল্, অকল্] (বিশেষ্য) বুদ্ধি; জ্ঞান। আকলন (বিশেষ্য) বোধ উৎপাদন; জ্ঞান জান্মানো। (সুগন্ধি সৃজিল প্রভু স্বর্গ আকলিতে-সৈয়দ আলাওল)। আকলমন্দ [-মন্দ্] (বিশেষণ) বুদ্ধিমান; বিজ্ঞ। আকলমন্দি (বিশেষ্য) বুদ্ধিমত্তা; চতুরতা; বিচক্ষণতা। {(আরবি)‘আকল্ }
Closing this window will clear all results and return you back to the search section