Bengali Word আকবরBengali definition [আক্বর্] (বিশেষণ) ১ মহান; বৃহত্তম।
২ বৃহৎ, বৃহত্তম {(আরবি)আকবার }
Closing this window will clear all results and return you back to the search section
Nearby Words | অনুরূপ শব্দসমূহ
Bengali Word আকবরনামাBengali definition [আক্বর্নামা] (বিশেষ্য) আবুল ফজল কর্তৃক পারস্য ভাষায় লিখিত মোগল সম্রাট আকবরের রাজত্বের ইতিহাস গ্রন্থ।
{(আরবি)আকবার +(ফারসি) নামাহ্ }
Bengali Word আকবরি, আকব্বরি (বিরল) Bengali definition [আক্বোরি, আকোব্বোরি] (বিশেষণ) মোগল সম্রাট আকবরের নামাঙ্কিত বা আমলের (আকব্বরী মোহরপোরা লক্ষ্মীর খুঁচীর নিত্য সেবা হয়ে থাকে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।
আকবর পোলাও (বিশেষ্য) বিশেষভাবে প্রস্তুত পোলাও (আকবরী পোলাওয়ের নাম গল্পে শুনিয়াছিলাম, আজ তা পেটে গেল-নজিবর রহমান)।
{(আরবি)আকবার +ই}
Closing this window will clear all results and return you back to the search section