Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • অতল : [অতল্] ক্রিয়া পাতাল; সপ্ত পাতালের অন্যতম (অতলের শয্যাতল ছাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • অন্য : অন্যতম (বিশেষণ) বহুর মধ্যে এক।
  • অপসিদ্ধান্ত : [অপোশিদ্‌ধান্‌তো] (বিশেষ্য) অনুচিত সিদ্ধান্ত; অন্যায় বিচার (আধুনিক বাংলা কাব্যের সঙ্গে ব্যাকরণের অসদ্‌ভাব বুঝি বা এই অপসিদ্ধান্তের অন্যতম পরিণাম-সুধীন্দ্রনাথ দত্ত)।
  • আবহ : সপ্তবায়ুর অন্যতম বায়ুবিশেষ; ভূ-বায়ু।
  • ইসরাফিল, ইস্রাফিল : [ইস্‌রাফিল্] (বিশেষ্য) চারজন শ্রেষ্ঠ ফেরেশতার অন্যতম যাঁর শিঙার ফুৎকারে কেয়ামত হবে (বাজে নবসৃষ্টির উল্লাসে ইস্‌রাফিলের শিঙা-কাজী নজরুল ইসলাম; ইস্রাফিলের শিঙা বাজে-জসীমউদ্‌দীন)।
  • ঈশিতা, ঈশিত্ব : অষ্ট ঐশ্বর্যের অন্যতম।
  • উৎকেন্দ্রিক : [উত্‌কেন্‌দ্রিক্] (বিশেষণ) কেন্দ্রত্যাগী; অদ্ভুত; খামখেয়ালি (এবং আপাতত প্রচলিত বিধি-ব্যবস্থার বিরুদ্ধে গেলেও, তিনি শেষ পর্যন্ত ইংরাজ উৎকেন্দ্রিকদের অন্যতম নন-সুধূন্দ্রনাথ দত্ত)।
  • উদান : [উদান্] (বিশেষ্য) মানবদেহে অবস্থিত পঞ্চবায়ুর অন্যতম কণ্ঠস্থিত বায়ু।
  • এক : অন্যতম (তিনি এক মহাপুরুষ)।
  • কদর : কদম দানি (বিশেষ্য) সমাদর; সম্মাননা; পৃষ্ঠপোষকতা (হিন্দুদের কদরদানিতে এইবার তিনি কংগ্রেসের অন্যতম প্রধান নেতা-আবুল মনসুর আহমদ)।
  • কফ ১ : [কফ্‌] (বিশেষ্য) শ্লেষ্মা; গয়ের; আয়ূবের্দ চিকিৎসাশাস্র মতে শরীরের বায়ু পিত্ত কফ এই তিন ধাতুর অন্যতম।
  • করুণ : (বিশেষ্য) সাহিত্যের নবরসের অন্যতম রস।
  • কশ্যপ : সপ্তর্ষি মণ্ডলের অন্যতম তারকা।
  • কালিদাস : [কালিদাশ] (বিশেষ্য) প্রাচীন ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি এবং রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম রত্ন; রঘুবংশ শকুন্তলা ইত্যাদি কাব্য-নাটকাদির রচয়িতা।
  • কূর্ম : কূর্মপূরাণ (বিশেষ্য) হিন্দুদের অষ্টাদশ পুরাণের অন্যতম ‘কূর্ম’ নামক পূরাণ।
  • কৃত্তিকা : হিন্দু পুরাণোক্ত কার্তিকের ছয় ধাত্রীর অন্যতম।
  • ক্ষীর : ক্ষীরসমুদ্র, ক্ষীরসাগর (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সপ্তসমুদ্রের অন্যতম।
  • গরিমা : হিন্দুদের যোগের অষ্টসিদ্ধির অন্যতম।
  • গাজি, গাজী : সুপ্রসিদ্ধ ইসলামি যোদ্ধা ও পীর; পুঁথি সাহিত্যের অন্যতম নায়ক।
  • চিত্র : চিত্রদীপ (বিশেষ্য) হিন্দুদের পূজায় ব্যবহৃত পঞ্চপ্রদীপের অন্যতম দীপ।
  • চিত্রিণী : দৈহিক গঠন ভেদে চার রকম নায়িকা বা নারীর এক প্রকার; পদ্মিণী চিত্রিণী শঙ্খিনী হস্তিনী এই চার প্রকার নারীর অন্যতমা।
  • জম্বু, জম্বূ : জম্বুদ্বীপ (বিশেষ্য) সপ্ত দ্বীপের অন্যতম দ্বীপ; ভারতীয় উপমহাদেশ (জম্বু দ্বীপ হন্তে আসিবেন্ত যোগ্য-সৈয়দ আলাওল)।
  • তদ্ভব : (বিশেষ্য) (ব্যাকরণ) প্রকৃত বাংলা শব্দ-এই শব্দগুলো প্রাচীন ভারতীয় আর্যভাষা (যার অন্যতম লিখিত রূপ সংস্কৃত ভাষা) থেকে বিভিন্ন স্তরের মাধ্যমে ক্রমপরিবর্তিত হয়ে রূপান্তর লাভ করেছে।
  • দেওয়ান ১, দেয়ান : মোগল সম্রাট শাহজাহান নির্মিত অন্যতম দরবার গৃহ।
  • তাপন : মদনের পঞ্চবাণের অন্যতম।
Closing this window will clear all results and return you back to the search section