Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রকম Bengali definition [রকোম্‌] (বিশেষ্য) ১ মতো; প্রকার। ২ ধরন; নীতি; ভঙ্গি। □ (বিশেষণ) প্রায় অনেকটা (চার রকম অংশ)। রকম রকম (বিশেষণ) নানা রকমের; হরেক রকম। রকমারি, রকমওয়ারি (বিশেষণ) ১ নানা প্রকার; বিভিন্ন ধরণের; বিচিত্র (রকমারি জিনিসপত্র)। □ (ক্রিয়াবিশেষণ) দফায় দফায়। রকমফের (বিশেষণ) একই বস্তু বা বিষয়ের ভিন্নরূপ। রকমসকম (বিশেষ্য) ভাবভঙ্গি; চালচলন; হাবভাব (তার রকমসকম আমার ভাল লাগে না)। {(আরবি) রকম}
  • Bengali Word অপ্রকম্প Bengali definition [অপ্রোকম্‌পো] (বিশেষণ) স্থির; অনড় (অপ্রকম্প শিখা)।{(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+প্রকম্প; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word করকবলিত , করকমল Bengali definition কর
  • Bengali Word প্রকল্প, প্রকম্পন Bengali definition [প্রোকম্‌পো, প্রোকম্‌পন্‌] (বিশেষ্য) বিশেষভাবে কম্পিত; কম্পন। প্রকম্পিত (বিশেষণ) বিশেষভাবে কম্পিত; প্রকম্পযুক্ত (প্রতাপে ধরাতল প্রকম্পিত হইল)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কম্প্‌+অ(ঘঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section